শাবিতে ‘মানসিক স্বাস্থ্য, কর্মক্ষেত্রে চাপ ব্যবস্থাপনা’ শীর্ষক কর্মশালা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ ডিসেম্বর ২০২২, ৪:৩০:৫১ অপরাহ্ন
শাবি প্রতিনিধি : মানসিক স্বাস্থ্য, কর্মক্ষেত্রে চাপ ব্যবস্থাপনা ও শিক্ষার্থীদের ইতিবাচক কর্মকান্ডে উদ্দীপ্ত করতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষকদেরকে নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির সম্মেলনকক্ষে সামাজিক বিজ্ঞান অনুষদের উদ্যোগে আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
‘মানসিক স্বাস্থ্য, কর্মক্ষেত্রে চাপ ব্যবস্থাপনা ও শিক্ষার্থীদের ইতিবাচক কর্মকান্ডে উদ্দীপ্ত করা’ শীর্ষক এ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, এ ধরনের কর্মশালা এখন খুবই প্রয়োজন। শিক্ষার্থীদেরকে ভালো কাজে উদ্বুদ্ধ করতে শিক্ষকদের অনেক ভূমিকা রয়েছে। শিক্ষার্থীদের নানা সমস্যা থাকে। তাদের মধ্যে কেউ কেউ সে সমস্যাগুলোর কারণে পড়ালেখায় পিছিয়ে যেতে পারে।
শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, এ ক্ষেত্রে আপনারা ছাত্র-ছাত্রীদেরকে ডেকে নিয়ে তাদের সমস্যা শুনতে পারেন। তাদের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করতে পারেন। এতে শিক্ষার্থীরা পড়ালেখার প্রতি আগ্রহী হবে এবং তাদের মধ্যে ইতিবাচক ধারণা সৃষ্টি হবে। এছাড়া শিক্ষকরাও কর্মক্ষেত্রে কাজের চাপে থাকেন। আপনাদের সেই কাজের চাপের কিভাবে ব্যবস্থাপনা করা যায় সেই সম্পর্কে এ কর্মশালায় জানতে পারবেন। আশা করি, আপনারা সকলেই স্বতঃস্ফূর্তভাবে কর্মশালায় অংশগ্রহণ করবেন।
অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক দিলারা রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম ও ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক আমিনা পারভীন। এতে স্বাগত বক্তব্য দেন পলিটিক্যাল স্টাডিজ বিভাগের প্রধান অধ্যাপক ড. জায়েদা শারমিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ড. ফারজানা সিদ্দিকা ও সমাজ বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. তানজিনা চৌধুরী। কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শাবির কাউন্সিলিং মনোবিজ্ঞানী ফজিলাতুন্নেছা।