কৃষি ঋণ সংক্রান্ত ত্রৈমাসিক সভা
দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে যথাসময়ে কৃষি ঋণ বিতরণ করতে হবে ——- মোহাম্মদ মামুনুল হক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ ডিসেম্বর ২০২২, ৪:৩৩:৫২ অপরাহ্ন
ডাক ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ মামুনুল হক বলেছেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের যথাসময়ে সহজ শর্তে কৃষি ঋণ বিতরণ করতে হবে। কৃষি জমিসমূহ শতভাগ চাষাবাদের আওতায় নিয়ে আসতে কৃষকদের সহায়তা করতে হবে। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিলে কৃষি খাতের জন্য ৪% হারে ৫০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম, গম ও ভুট্টা উৎপাদনে ৪% হারে ১০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম, আমদানি বিকল্প ফসল (ডাল,তেল,মসলা জাতীয় ফসল ও ভুট্টা) উৎপাদনে ৪% রেয়াতি সুদ হারে ঋণের বিষয়টি কৃষকদের জানাতে হবে এবং প্রকৃত কৃষকদের ঋণ দিতে হবে।
গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের সম্মেলনকক্ষে সিলেট অঞ্চলে কার্যরত ৫১টি ব্যাংকের আঞ্চলিক নির্বাহীদের নিয়ে ‘কৃষি ঋণ সংক্রান্ত জুলাই-সেপ্টেম্বর ২০২২ এর ত্রৈমাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। সরকার কৃষিখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রির মুখ্যসচিব স্বাক্ষরিত সভার কার্যবিবরণীতে কৃষি ঋণ বিতরণ বিষয়ে নানা নির্দেশনা রয়েছে, যা সকলকে অনুসরণ করতে হবে।
সভায় বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন বিভাগের পরিচালক এ,কে,এম এহসান, কৃষি ঋণ বিভাগের অতিরিক্ত পরিচালক মোঃ জাবেদ আহমদ, যুগ্মপরিচালক সুব্রত তালুকদার ও উপপরিচালক আলিফ আল নাঈম ভূইয়াও বক্তব্য রাখেন।
বাংলাদেশ ব্যাংকের পরিচালক এ,কে,এম এহসান বলেন, ২০২২-২৩ অর্থবছরের প্রথম ত্রৈমাসে সিলেট অঞ্চলে কৃষি ঋণ বিতরণের পরিমাণ হতাশাজনক। তিনি এখন থেকে কৃষি ঋণ বিতরণ জোরদার করতে এবং শাখা পর্যায়ে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ করে বার্ষিক লক্ষ্যমাত্রা অর্জন করতে কার্যকর ভূমিকা রাখার জন্য ব্যাংকসমূহের নির্বাহীদের অনুরোধ করেন।
সভায় উপস্থিত ব্যাংকসমূহের মধ্যে আলোচনায় অংশ নেন জনতা ব্যাংক লিমিটেডের মহাব্যবস্থাপক মোঃ আব্দুল ওয়াদুদ, সোনালী ব্যাংক লিমিটেডের উপমহাব্যবস্থাপক মোঃ ফেরদৌস সেরনিয়াবাত, বাংলাদেশ কৃষি ব্যাংকের উপমহাব্যবস্থাপক মোঃ সরকার ফারুক ফয়সল, অগ্রণী ব্যাংক লিমিটেডের উপমহাব্যবস্থাপক মাহমুদ রেজা, রূপালী ব্যাংক লিমিটেডের উপমহাব্যবস্থাপক মোঃ ফজলুল হক, বিডিবিএল’র উপমহাব্যবস্থাপক লিটন চন্দ্র মজুমদার, পূবালী ব্যাংক লিমিটেডের মহাব্যবস্থাপক আবু লাইছ মোঃ শামসুজ্জামান, উত্তরা ব্যাংক লিমিটেডের উপমহাব্যবস্থাপক মোঃ আতিকুর রহমান, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের এসভিপি মোঃ লুৎফর রহমান, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট দেবজ্যোতি মজুমদার, ইউসিবি’র ইভিপি আমিনুল হক চৌধুরী, বাংলাদেশ কমার্স ব্যাংকের ম্যানেজার মোঃ মুহিতুর রহমান, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের জেএভিপি হোসাইন আহমদ, মিডল্যান্ড ব্যাংকের ম্যানেজার আহবাব আহমদ জায়গীরদার, কমিউনিটি ব্যাংকের ম্যানেজার চৌধুরী মিজানুর রহমান, সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংকের ম্যানেজার মোঃ আব্দুল বাছিত, এনআরবি ব্যাংকের এসভিপি প্রশান্ত কে সিনহা, সাউথ ইস্ট ব্যাংকের ভিপি মোঃ সোয়েব আহমদ, ঢাকা ব্যাংকের ভিপি ফজলে আহমদ রাব্বি, যমুনা ব্যাংকের ম্যানেজার সামসুল আলম চৌধুরী, সিটি ব্যাংকের ম্যানেজার এহতেশাম উদ্দিন মোঃ মঞ্জুর, ডাচ্ বাংলা ব্যাংকের ম্যানেজার মোহাম্মদ নজমুল হক, বেসিক ব্যাংকের ম্যানেজার আব্দুল বাসিত মোঃ সুয়েব, গ্লোবাল ইসলামী ব্যাংকের ম্যানেজার মোঃ মাহবুবুর রহমান লস্কর, প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের এসইও মোঃ ওমর ফারুক প্রমুখ।