জালালাবাদ থানা পুলিশের অভিযানে ভারতীয় চকলেটসহ ৩ জন আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ ডিসেম্বর ২০২২, ৪:৩৭:০৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : জালালাবাদ থানা পুলিশের অভিযানে ভারতীয় চকলেটসহ ৩ জন আটক হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৬ হাজার ৪৮ পিস ভারতের তৈরি চকলেট। গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত আড়াইটার দিকে তেমুখী এলাকায় এ অভিযান পরিচালিত হয়েছে।
আটককৃতরা হলেন- শরিয়তপুর জেলার নড়িয়া থানার নৈমুতারকান্দি গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে মো. রতন মিয়া (৩৫), হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার মিঠাপুর গ্রামের মুক্তার মিয়ার ছেলে শেবুল আহমদ (৩২) ও সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার তেঘরিয়া গ্রামের মৃত সিদ্দিক মিয়ার ছেলে শাকিব (২২)।
পুলিশ জানায়, কর ফাঁকি দিয়ে চোরাই পথে আনা এসব চকলেট জব্ধ করা হয়েছে। জব্দকৃত চকলেটের মধ্যে অর্ধেক ছিলো কাগজের বাক্সে এবং বাকি অর্ধেক রঙ্গিন পলিথিনে মোড়ানো। উদ্ধারকৃত চকলেটের আনুমানিক বাজার মূল্য সাড়ে ৬৭ হাজার টাকা। অভিযানকালে রতন, শেবুল ও শাকিব দৌঁড়ে পালানোর চেষ্টা করে। আটককৃতরা পুলিশের জিজ্ঞাসাবাদে জানান, শনিবার এসব চকলেট ভারত থেকে জৈন্তাপুরের জাফলং সীমান্ত দিয়ে সরকারের শুল্ক কর ফাঁকি দিয়ে চোরাইপথে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে আসা হয়। আটককৃতদের বিরুদ্ধে জালালাবাদ থানায় মামলা দায়ের হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।