এআইবিডি’র প্রশিক্ষণে অংশ নিতে মালয়েশিয়া গেছেন সাংবাদিক সিরাজ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ ডিসেম্বর ২০২২, ৪:৩৯:৪৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : এশিয়া প্যাসিফিক ইন্সটিটিউট ফর ব্রডকাস্টিং ডেভেলপম্যান্ট (এআইবিডি)-এর উদ্যোগে ‘রোড সেইফটি রিপোর্টিং: ওয়ার্কশপ ফর এশিয়ান জার্নালিস্ট’- শীর্ষক ওয়ার্কশপে অংশ নিতে মালয়েশিয়া গেছেন দৈনিক সিলেটের ডাক এর চিফ রিপোর্টার ও ঢাকা ট্রিবিউনের সিলেট বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ সিরাজুল ইসলাম। গতকাল সোমবার দিবাগত রাত ১টা ১০ মিনিটে বাটিক এয়ার মালয়েশিয়ার একটি ফ্লাইটে তিনি মালয়েশিয়ার উদ্দেশ্যে রওয়ানা হন। কুয়ালালামপুরের মেলিয়া হোটেলে ৬-৮ ডিসেম্বর এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে। ওয়ার্কশপে বাংলাদেশের ৩ জন সাংবাদিক মিলিয়ে ভারত, ভিয়েতনাম ও মালয়েশিয়ার ১৫ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন।
সাংবাদিক মোহাম্মদ সিরাজুল ইসলাম ২০২১ সালে যুক্তরাজ্যে অনুষ্ঠিত কপ-২৬ সম্মেলনে অংশগ্রহণ ছাড়াও পেশাগত কাজে বিশ্বের আরো কয়েকটি দেশ সফর করেছেন। জার্মানভিত্তিক ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অব জার্নালিজম (আইআইজে) ছাড়াও দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তিনি প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
সাংবাদিক সিরাজ ১৯৯৮ সালে দৈনিক সিলেটের ডাক-এ যোগ দেন। বর্তমানে পত্রিকাটির চিফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া, তিনি ঢাকা থেকে প্রকাশিত ঢাকা ট্রিবিউনের সিলেট বিভাগীয় প্রতিনিধিরও দায়িত্বে রয়েছেন। তার বাড়ি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর কলাবাড়ি গ্রামে। ওয়ার্কশপে অংশগ্রহণ শেষে তিনি শিগগিরই দেশে ফিরবেন। তিনি সকলের দোয়া প্রার্থী।