লাখাইয়ে গাড়ির চাকায় পিষ্ট হয়ে এক ব্যক্তি নিহত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ ডিসেম্বর ২০২২, ৪:৪৪:৪৬ অপরাহ্ন
লাখাই (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : লাখাইয়ে বাস চাপায় অহিদ মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছে। গতকাল সোমবার উপজেলার স্থানীয় বুল্লা বাজারে এঘটনা ঘটে। অহিদ মিয়া উপজেলার পশ্চিমবুল্লা গ্রামের মৃত আব্দুস সোবাহানের পুত্র।
জানা যায়, অহিদ মিয়া চট্টগ্রামের উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে স্থানীয় বুল্লা বাজারে লাখাই-ঢাকা বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে বাসের অপেক্ষা করছিল। এসময় লাকী পরিবহনের একটি গাড়ি পার্কিং করার সময় তিনি বাসের চাকার নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলে অহিদ মিয়া মারা যান। এসময় গাড়ি চালক পালিয়ে যায়। খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং লাশের সুরত হাল তৈরি করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করে। থানা পুলিশ ঘাতক বাসটিকে আটক করে (যার নং ঢাকা মেট্রো ব ১২-০৬৩৩)।
বিষয়টি নিশ্চিত করে লাখাই থানা ওসি নুনু মিয়া জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।