তিন এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কারের গুজবে নগরীতে সড়ক অবরোধ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ ডিসেম্বর ২০২২, ৫:০৮:২৫ অপরাহ্ন
ডাক ডেস্ক : নগরীর মদন মোহন কলেজে এইচএসসি পরীক্ষার হলে তিন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে এমন গুজবে লামাবাজার-শেখঘাট সড়ক অবরোধ করে ছাত্রলীগের নেতা কর্মীরা। এতে দু’পাশের যানবাহনে থাকা অসংখ্য মানুষ আটকা পড়ে দুর্ভোগের শিকার হন। গতকাল সোমবার বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে। তবে শিক্ষকেরা বলছেন, ওই তিন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়নি, আসন পরিবর্তন ও সতর্ক করা হয় তাদের।
পরে সিলেট কোতোয়ালি থানা পুলিশ ও সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষুব্ধদের সঙ্গে কথা বলেন। এরপর সড়ক থেকে অবরোধ প্রত্যাহার করা হয়।
মদন মোহন কলেজের একাধিক সূত্র জানিয়েছে, পরীক্ষা চলার সময় একটি হলের তিনজন পরীক্ষার্থী তাদের আসন পরিবর্তন করেন। এ সময় তারা নিজেদের মধ্যে কথা বলছিলেন। এতে পরীক্ষার হলে বিশৃঙ্খলা দেখা দেয়। হলের পরিস্থিতি নিয়ন্ত্রণে পরিদর্শক এক পর্যায়ে ওই তিন শিক্ষার্থীকে সতর্ক করেন। এরপর তিন শিক্ষার্থী তর্কে জড়ালে হলের শৃঙ্খলা নিয়ন্ত্রণের প্রয়োজনে তাদের বহিষ্কার করা হবে বলে ভয় দেখান ওই শিক্ষক।
এদিকে, অবরোধকারীরা ছাত্রলীগের কেউ নন বলে জানিয়েছেন মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমদ। সাধারণ শিক্ষার্থীরাই অবরোধ করেছিলেন বলে জানান তিনি। পরে পুলিশের কাছ থেকে খবর পেয়ে এসে তাদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করি।
মদন মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সর্ব্বানী অর্জুন জানান, পরীক্ষার হলে তিন শিক্ষার্থী কেন্দ্রে আসন পরিবর্তন করাসহ শিক্ষকের সঙ্গে অনাবশ্যক তর্ক করেছিলেন। দায়িত্বে থাকা শিক্ষক তাদের বহিষ্কারের ভয় দেখিয়েছেন।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ জানান, তিন ছাত্রকে বহিষ্কার করা হয়েছে এমন গুজবে সড়ক অবরোধ করা হয়েছিল। আসলে কাউকে বহিষ্কার করা হয়নি। ছাত্রলীগের সাধারণ সম্পাদককে নিয়ে আলোচনার পর বিষয়টি সমাধান করা হয়েছে বলে জানান তিনি।