এসএমপির পুলিশ লাইন্সে এএসআই’র মাথা ফাটিয়ে দুই পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ ডিসেম্বর ২০২২, ৫:১৩:৩৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ লাইন্সে নায়েক কর্তৃক এক এএসআই’র মাথা ফাটানোর ঘটনায় দুজনকেই সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত রোববার এসএমপির হেডকোয়ার্টার্স এর কমিশনারের এক (আদেশ নং ৩৫১৭ (০৪/১২/২০২২) আদেশে তাদের বরখাস্ত করা হয়। বরখাস্ত দুই পুলিশ সদস্য হচ্ছেন এএসআই মো: রুবেল মিয়া (বিপি-৯৩১৩১৬৪৮৪৩) ও নায়েক প্রনজিত (বিপি-৯৩১২১৫৮৬২৪)। এসএমপির পুলিশ কমিশনারের পক্ষে উপপুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মো: কামরুল আমিন তাদের বরখাস্ত করেন।
বরখাস্তের আদেশে উল্লেখ করা হয়- শনিবার এসএমপির পুলিশ লাইন্সে দায়িত্ব পালনরত অবস্থায় এএসআই মো: রুবেল মিয়া ও নায়েক প্রণজিত এর মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে নায়েক প্রণজিত এর ইস্যুকৃত শর্টগান দিয়ে এএসআই রুবেল মিয়ার মাথায় আঘাত করেন। এসময় মাথা ফেটে রক্তক্ষরণ হয়। এর প্রেক্ষিতে এসএমপির হেডকোয়ার্টার্স দুজনকে সাময়িক বরখাস্ত করেন।