ধর্মীয় সম্প্রীতি রক্ষায় ইমামরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন –বিভাগীয় কমিশনার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ ডিসেম্বর ২০২২, ৫:৪০:৪৪ অপরাহ্ন

ইমাম প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান
ডাক ডেস্ক: সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, বাংলাদেশের চার লাখ মসজিদে প্রতি জুমায় অন্তত ছয় কোটি মুসল্লি জমায়েত হন। এই বিপুল সংখ্যক মানুষের কাছে শান্তির বার্তা পৌঁছে দেন ইমামরা। এ কারণে বাংলাদেশে রোজা ও পূজা এক সাথে হলেও কোনো সমস্যা হয়না। ধর্মীয় সম্প্রীতির এই নজির সৃষ্টিতে ভূমিকা রাখছেন প্রশিক্ষিত ইমামরা।
গতকাল মঙ্গলবার সিলেটের ইমাম প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে সাত জেলার ইমামদের নিয়ে ৪৫ দিন ব্যাপি ১০৮৮ তম দলের প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি দূরদর্শী পদক্ষেপ ছিল ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা। তিনি এটা প্রতিষ্ঠা করেছিলেন বলে আজ এখান থেকে প্রশিক্ষণ নিয়ে ইমাম ও খতিবগণ সামাজিক সমস্যা মোকাবেলায় প্রশংসনীয় ভূমিকা পালন করছেন। তারা বাল্যবিবাহ, যৌতুক, সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখছেন।
ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপ-পরিচালক মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন এর কর্মকর্তা সৈয়দ ফখরুল ইসলাম, প্রশিক্ষণার্থী ইমাম মাওলানা সুহেল আহমদ সুহাইল, মাওলানা তাওহিদ, মুফতি শাব্বির আহমদ ও মাওলানা এখলাসুর রহমান। অনুষ্ঠানে সিলেট বিভাগের চার জেলা ছাড়াও কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদী জেলার নির্বাচিত ইমামরা অংশ নেন।
সভাপতির বক্তব্যে মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামের খেদমতে অসামান্য অবদান রাখেছেন। তিনি দেশে ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণ ও ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট করে অসংখ্য আলেমের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন।