হাসন রাজার মৃত্যুবার্ষিকীতে মাজার জিয়ারত করলেন নবাগত জেলা প্রশাসক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ ডিসেম্বর ২০২২, ৫:৪৫:৫৯ অপরাহ্ন
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : মরমী কবি হাসন রাজার মাজার জিয়ারত করেছেন সুনামগঞ্জের নবাগত জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। শততম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে সুনামগঞ্জ শহরের এই মরমী কবির মাজার জিয়ারত করেন জেলা প্রশাসক।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিজন কুমার সিংহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ. কে. এম. আব্দুল্লাহ বিন রশিদ, হাসন রাজার প্রপৌত্র ও হাসন রাজা পরিষদের সভাপতি হাসন গবেষক সামারিন দেওয়ান, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরী,প্রপৌত্র ও হাসান রাজা পরিষদের সাধারণ সম্পাদক দেওয়ান তাছাদ্দুক রাজা, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক শাহাবুদ্দিন আহমেদ, আশিকুর রহমান পীর, দিলাল আহমদ প্রমুখ।
প্রসঙ্গত, ১৯২২ সালের ৬ ডিসেম্বর ইন্তেকাল করেন মরমী এই কবি। হাসন রাজা ১৮৫৪ সালের ২১ ডিসেম্বর সুনামগঞ্জের লক্ষ্মণশ্রী পরগণায় জন্ম গ্রহণ করেন। তাঁর বাবার নাম দেওয়ান আলী রাজা চৌধুরী ও মায়ের নাম হুরমত জাহান বিবি। চার ভাই ও বোনের মধ্যে হাসন রাজা ছিলেন সবার ছোট।
মরমী সংগীত মহাজন দেওয়ান হাসন রাজা চৌধুরী জীবন ও জগতের নিগাঢ় তত্ত্বকে আঞ্চলিক শব্দের সহজিয়া ভাষায় প্রকাশ করে অমর হয়ে আছেন। আভিজাত্যের পোশাকের সঙ্গে পৈতৃক নাম দেওয়ান হাসন রাজা চৌধুরী বদলে দিয়ে কেবল ‘হাসন রাজা’ নামেই তিনি সংগীতে মহান হয়ে রয়েছেন। জমিদারি বাদ দিয়ে বৈরাগ্যের বেশে এ নাম নিয়েই সংগীত সাধনা করেছেন আমৃত্যু। তার রচিত গানের সংখ্যা প্রায় হাজারের অধিক।