ফেইসবুকে ধর্ম নিয়ে কটুক্তি করায় চুনারুঘাটে একজন গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ ডিসেম্বর ২০২২, ৬:০৮:০০ অপরাহ্ন
চুনারুঘাট (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : ইসলাম ধর্ম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে কটুক্তি করায় সঞ্জয় রবি দাস (২৩) নামের এক যুবককে আটক করেছে চুনারুঘাট থানা পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে চুনারুঘাট দাড়াগাঁও বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। সঞ্জয় রবি দাস উপজেলার দাড়াগাঁও গ্রামের অভিমন্যু রবি দাসের ছেলে।
পুলিশ জানায়, আরডিএস সঞ্জয় নামে তার নিজ ফেইসবুক আইডিতে গত ১ ডিসেম্বর ইসলাস ধর্ম সম্পর্কে কটুক্তি করে পোস্ট করেন। পরে হবিগঞ্জের বাহুবল উপজেলার বড়গাঁও গ্রামের জুনাব আলী বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে চুনারুঘাট থানায় মামলা করেন।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মো. আলী আশরাফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।