দক্ষিণ সুরমায় লেগুনা চাপায় দুই মোটরসাইকেল আরোহী আহত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ ডিসেম্বর ২০২২, ৬:১৫:৩৭ অপরাহ্ন

দক্ষিণ সুরমা প্রতিনিধি : দক্ষিণ সুরমায় লেগুনার চাপায় দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। তাদের আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পারাইরচক হাবিবুর রহমান চত্বরের কাছে এ দুর্ঘটনায় আহতরা হলেন- দাউদপুর ইউনিয়নের মরহুম আব্দুল্লার ছেলে মকবুল আলী (৪০) ও একই এলাকার মাছির আহমদের ছেলে ছালেক আহমদ (৬০)।
স্থানীয় সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে দাউদপুর থেকে মোটরসাইকেলযোগে সিলেট শহরে আসছিলেন মকবুল আলী। তার সঙ্গে ছিলেন ছালেক আহমদ। পারাইরচক হাবিবুর রহমান চত্বরে কাছে আসলে বিপরীতমুখী লেগুনা (সিলেট-ছ-১১-১৫৪২) তাদের মোটরসাইকেলকে (সিলেট-এ-১১-২৮১৪) চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং মোটরসাইকেল আরোহী দুই জন গুরুতর আহত হন।
মোগলাবাজার থানার এসআই জুনায়েদ আহমদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।