আজ শাল্লা মুক্তদিবস
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ ডিসেম্বর ২০২২, ৬:১৭:১৫ অপরাহ্ন
শাল্লা (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : আজ ৭ ডিসেম্বর, ১৯৭১ সালের এই দিনে সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলা শত্রুমুক্ত হয়। মুক্তিবাহিনীর তীব্র প্রতিরোধের মুখে পাক হানাদার বাহিনী এদিনে শাল্লা উপজেলা সদরে মুক্তিযোদ্ধাদের নিকট আত্মসমর্পণ করে।
শাল্লা শত্রুমুক্ত দিবস উপলক্ষে শাল্লা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে পতাকা উত্তোলন, শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট দিপু রঞ্জন দাস জানান, দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নেয়া হয়েছে।
দিবসটি উদযাপনে শাল্লা উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব সর্বসাধারণের সহযোগিতা কামনা ও দেশের সকল শহীদদের আত্মার শান্তি কামনা করেন। তিনি জানান, সকাল ১০টায় বর্ণাঢ্য র্যালী শেষে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হবে। পরে অনুষ্ঠিত হবে আলোচনা সভা।