জাতীয় পার্টি মানুষের অধিকার আদায়ের সংগ্রাম করে যাচ্ছে -আব্দুল্লাহ সিদ্দিকী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ ডিসেম্বর ২০২২, ৬:১৮:১২ অপরাহ্ন
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের উপদেষ্টা আব্দুল্লাহ সিদ্দিকী বলেছেন, এদেশের আপাময় মানুষের কল্যাণের জন্যই সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হোসেইন মোহাম্মদ এরশাদ জাতীয় পার্টি প্রতিষ্ঠা করেছিলেন। সেই থেকেই জাতীয় পার্টি এদেশের মুক্তিকামী মানুষের অধিকার আদায়ের সংগ্রামে লড়াই করে যাচ্ছে। ৬ ডিসেম্বর সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষে বিকেলে নগরীর সুরমা মার্কেটস্থ কার্যালয়ে সিলেট জেলা জাতীয় পার্টি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুল্লাহ সিদ্দিকী বলেন, দেশের যেকোন ক্রান্তিলগ্নে জাতীয় পার্টি অতন্দ্র প্রহরী হিসেবে মানুষের পাশে থেকে কাজ করে। দেশ এবং গণতন্ত্র রক্ষায় আগামীতে পার্টির চেয়ারম্যানের ডাকে ঐক্যবদ্ধভাবে রাজপথে ঝাঁপিয়ে পড়তে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। একই সাথে জাতীয় পার্টির বিরুদ্ধে যেকোন ষড়যন্ত্র রুখে দিতে সজাগ থাকারও আহ্বান জানান আব্দুল্লাহ সিদ্দিকী। সিলেট জেলা জাতীয় পার্টির আহ্বায়ক শাব্বীর আহমদের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাইফুদ্দিন খালেদের পরিচালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সাবেক এমপি ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের উপদেষ্টা মকসুদ ইবনে আজিজ লামা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উসমান আলী চেয়ারম্যান, কেন্দ্রীয় কমিটির সদস্য মাহমদ আলী ও আতাউর রহমান আতা, সিলেট জেলা জাতীয় পার্টির যুগ্ন আহ্বায়ক আলতাফুর রহমান আলতাফ, হুমায়ুন কবির চৌধুরী ও সুফি মাহমুদ এবং সিলেট জেলা যুব সংহতির সদস্য সচিব রোটারিয়ান শাহান উদ্দিন নাজু প্রমুখ। বিজ্ঞপ্তি