৩ দফা দাবিতে নগরীতে বাম জোটের মিছিল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ ডিসেম্বর ২০২২, ৬:২৫:২৬ অপরাহ্ন
গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির পাঁয়তারা বন্ধ, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানো, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা বাম গণতান্ত্রিক জোট। গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় নগর ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। জোট সমন্বয়ক ও বাসদ (মার্কসবাদী) দলের আহবায়ক কমরেড উজ্জ্বল রায়ের সভাপতিত্বে ও বাসদ নেতা প্রণব জ্যোতি পালের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি জেলা সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, বিপ্লবী কমিউনিস্ট লীগ জেলা সভাপতি সিরাজ আহমেদ, বাসদ (মার্কসবাদী) নেতা এডভোকেট হুমায়ুন রশীদ সোয়েব প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সরকার আবারও গ্যাস বিদ্যুতের মূল্য বৃদ্ধির পাঁয়তারা করছে। শুধু তাই নয় এটা কে সাংবিধানিক রূপ দেয়ার আয়োজন হিসেবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এর এখতিয়ার ক্ষুণ্ন করে বিদ্যুৎ ও গ্যাসের দাম সরাসরি নির্ধারণের ক্ষমতা নিজের হাতে নিতে যাচ্ছে সরকার।-বিজ্ঞপ্তি