আজ দিরাই মুক্ত দিবস
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ ডিসেম্বর ২০২২, ৬:২৬:১২ অপরাহ্ন
দিরাই (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : আজ ৭ ডিসেম্বর সুনামগঞ্জের দিরাই মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে শত্রুমুক্ত হয় হাওর পাড়ের দিরাই। মুক্তিবাহিনীর তীব্র প্রতিরোধের মুখে পাক-হানাদার বাহিনী পিছু হঠতে বাধ্য হয়। ১৯৭১ সালের আজকের এইদিনে ৭ ডিসেম্বর দিরাই থেকে পাকবাহিনী পালিয়ে যায়। এ খবরে দিরাইয়ের প্রতিটি স্বাধীনতাকামী মানুষের ঘরে বেজে ওঠে বিজয়ের গান। নিজ নিজ গৃহে উড়ান স্বাধীন বাংলার পতাকা। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুমসহ কয়েকজন বীর মুক্তিযোদ্ধার সাথে কথা বলে জানা যায়, ৭ ডিসেম্বর মুক্ত হয় দিরাই।
একাত্তরের এদিনে রণাঙ্গনের অবস্থা আরও উত্তপ্ত হয়ে ওঠে। সম্মিলিত মিত্রবাহিনীর আক্রমণে দিশেহারা হানাদার বাহিনী সূর্য ওঠার আগেই দিরাইয়ের বিভিন্ন সীমান্ত ঘাঁটি থেকে পালাতে থাকে। হাওরবেষ্টিত দিরাই উপজেলা থেকে কয়েকশ’ লোক মুক্তিযুদ্ধে অংশ নেন। সুনামগঞ্জ ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তালেব উদ্দিনসহ ১৩ জন বীর মুক্তিযোদ্ধা যুদ্ধে শহীদ হন।