বিশ্বকাপ উন্মাদনা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ ডিসেম্বর ২০২২, ৭:৩৪:৩৬ অপরাহ্ন
মোহাম্মদ ছয়েফ উদ্দিন
এশিয়ার দেশ কাতারে এবারের বিশ্বকাপ ফুটবলের জমজমাট আসর চলছে। মরুর বুকে ইহা প্রথম বিশ্বকাপ। ৩২টি দেশ খেলায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে। গত ২০ নভেম্বর ’২২ স্বাগতিক দেশ কাতার ও ইকুয়েডর এর উদ্বোধনী ম্যাচের মধ্যদিয়ে খেলা শুরু হয়। আগামী ১৮ ডিসেম্বর ২০২২ খ্রিস্টাব্দ রাত ৯ টায় ফাইনাল ম্যাচের মধ্যদিয়ে এবারের বিশ্বকাপ ফুটবল শেষ হবে। চার বছর পর পর বিশ্বকাপ ফুটবলের আসর বসে। গেল ২০১৪ ও ২০১৮ বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় যথাক্রমে জার্মানি ও ফ্রান্স। এবারের বিশ্বকাপে কোন দলটি চ্যাম্পিয়ন হবে, তা নিয়ে দর্শকদের মধ্যে হিসেব নিকাশ চলছে।
গ্যালারিগুলো দর্শন দ্বারা কাণায় কাণায় পূর্ণ। অনেকেই মুখমণ্ডলে রং তুলি দ্বারা প্রিয় দলের পতাকা এঁকে প্রদর্শন করছেন। কেউ কেউ বিভিন্ন প্রকার মুখোশ পরে গ্যালারিতে উল্লাস প্রকাশ করছেন। কোনো কোনো পুরুষ দর্শক উদ্যোম গায়ে খেলার উত্তেজনাকর মুহূর্তে দাঁড়িয়ে খেলোয়াড়দের উৎসাহ যোগানোর চেষ্টা করছেন। কোনো কোনো যুবতী সংক্ষিপ্ত বস্ত্র পরে নেচে গেয়ে খেলা উপভোগ করছেন। খেলোয়াড়গণ স্ব স্ব ক্রীড়ানৈপুণ্য প্রদর্শনের জন্য প্রতিপক্ষের সাথে মরিয়া হয়ে লড়ছেন। কেউ আঘাতপ্রাপ্ত হচ্ছেন আবার কারো দেহ থেকে রক্ত ঝরছে। উদ্দেশ্য একটাই, বিজয় হাতের মুঠোয় আনতে হবে। দূর দর্শনের মাধ্যমে দৃষ্ট খেলার মাঠ ও গ্যালারি সমূহের দৃশ্য এভাবেই চোখে পড়ে।
আমাদের দেশে অনেকেই গাড়ি, মোটরসাইকেল, এমনকি রিকশা-ভ্যানে প্রিয় দলের পতাকা বহন করেন। এমনও ভক্তের সন্ধান মিলে, প্রিয় দলের পতাকার বর্ণে নিজ বাসগৃহ রাঙ্গিয়েছেন। অনেকেই প্রিয় দলের ২০০ হাত এমন কি ২৫০ হাত পর্যন্ত দীর্ঘ পতাকা রাস্তার পার্শ্বে কিংবা কোনো দৃশ্যমান স্থানে টাঙ্গিয়ে আনন্দ পাওয়ার চেষ্টা করেন। কেউ কেউ পতাকার মধ্যে নিজ নাম ও ছবি এঁকে প্রিয় দল সমর্থনের কথা ঘোষণা করেন। হাজার হাজার দর্শক রাত জেগে খেলা দেখেন। খেলা দেখে কেবল আনন্দ উপভোগ করা যায়। এর চেয়ে বেশি কিছু পাওয়ার আশা করা যায় না। এর চেয়ে বেশি কিছু করাও সমীচীন নয়। গাড়িতে পতাকা বহন, লম্বা পতাকা লাগানো, পতাকার রঙ্গে গৃহ রাঙ্গানো ইত্যাদির সাথে খেলা দেখে উপভোগ করার কোনো সম্পর্ক নেই।
যুক্তরাজ্যের ফুটবল দল বিশ্বকাপে খেলছে। বিলেত প্রবাসী আমার জনৈক বন্ধুর সাথে ফোনালাপ হলো। তার ভাষ্যমতে বৃটেনে বিশ্বকাপ উন্মাদনা বলতে কিছু নেই। বাসা বাড়ির ছাদে কিংবা গাড়িতে সাধারণত কেউ প্রিয় দলের পতাকা বহন করে না। রাস্তার পাশে বা বৃক্ষ শাখে কেউ প্রিয় দলের পতাকা উড়ায় না। রং তুলি দিয়ে পিচ ঢালা রাস্তায় কেউ পতাকা আঁকে না। সেখানকার ফুটবল প্রেমিরা টিভি পর্দায় খেলা দেখে। তাদের মধ্যে বাড়তি কোনো হৈ চৈ নেই। অথচ তাদের দেশ বিশ্বকাপ ফুটবল খেলছে। ফোনালাপের এক পর্যায়ে ঐ বন্ধুটি বলল, ‘বিশ্বকাপ ফুটবল শুধু ব্রাজিল আর বাংলাদেশে চলছে! বৃটেনের অনেক দর্শক বিশ্বকাপ ফুটবলের রীতিমতো খবরই রাখে না।’
দৈনিক পত্রিকায় প্রকাশ, গত ২৯ নভেম্বর ২০২২ইং তারিখ দুপুরে কুষ্টিয়ার কুমারখালীতে সুপারি গাছের মাথায় ব্রাজিলের পতাকা টাঙ্গাতে গিয়ে মিঠু শেখ (১৪) নামের এক মাদ্রাসা ছাত্র বিদ্যুতায়িত হয়ে নিহত হয়। ২৮ নভেম্বর চাঁদপুরে ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে বাকবিতন্ডার জের হিসেবে ব্রাজিল সমর্থক মেহেদি হাসান (১৭) কে ছুরিকাঘাতে হত্যা করা হয়। আর্জেন্টিনা সমর্থক ঘাতক বরকত বেপারীকে (১৮) পুলিশ আটক করে। অনুসন্ধান করলে এ ধরনের আরো অনেক অনাকাক্সিক্ষত খবর পাওয়া যাবে। ঐ দু’টি তাজা প্রাণ অকালে ঝরে পড়ল। ঘটনাগুলো তাদের পরিবারের জন্য তথা গোটা সমাজের জন্য বেদনাদায়ক। ছেলেদ্বয়ের হরষে বিষাদে পরিণত হলো।
খেলা দেখাকে কেন্দ্র করে কোনো প্রাণ ঝরে যাক্ তা ‘ফিফা’র কাম্য নয়। দর্শকদের আনন্দ দেওয়াই তাদের মূল লক্ষ্য। এ অনাবিল আনন্দকে নিজেরাই বিষাদে পরিণত করলে এর দায়ভার নেবে কে? ’২০২২-কাতার বিশ্বকাপ’ দর্শকের জন্য আনন্দের বার্তা বয়ে আনুক। কারো জন্য বেদনার কারণ যেন না হয়, সে প্রত্যাশা আমাদের। সে প্রত্যাশা সবার।
লেখক : কলামিস্ট।