বিজয়ের মাসে মহানগর আওয়ামী লীগের কর্মসূচি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ ডিসেম্বর ২০২২, ৫:৪২:৫৬ অপরাহ্ন
ডাক ডেস্ক : মহান বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে সিলেট মহানগর আওয়ামী লীগ। বরাবরের মতো এবারো যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে উৎসবমুখর পরিবেশে মহান বিজয়ের মাস উদযাপনে বিভিন্ন কর্মসূচি পালন করবে সিলেট মহানগর আওয়ামী লীগ। কর্মসূচির মধ্যে রয়েছে, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে সকাল সাড়ে ৯ টায় বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের প্রত্যুষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৯ টায় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন এবং বিকেল সাড়ে ৩টায় তালতলাস্থ গুলশান সেন্টারে বিজয় দিবসের আলোচনা সভা। তাছাড়া প্রতিটি ওয়ার্ডে বিজয় দিবসের কর্মসূচি গ্রহণসহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ প্রচার করা হবে।
কর্মসূচিতে মহানগর আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ এবং ২৭টি ওয়ার্ডসহ নবগঠিত বর্ধিত ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দকে অংশগ্রহণ এবং ১৬ ডিসেম্বর নিজ নিজ ওয়ার্ডে স্ব স্ব উদ্যোগে আলোচনা অনুষ্ঠান ও বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করার আহবান জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন।