সৌদি পাঠিয়ে প্রতারণা
শরীফের প্রবাস স্বপ্ন ভঙ্গ: দুই ‘প্রতারক’ কারাগারে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ ডিসেম্বর ২০২২, ৫:৫৩:৩০ অপরাহ্ন
বড়লেখা (মৌলভীবাজার) থেকে নিজস্ব সংবাদদাতা : মৌলভীবাজারের বড়লেখায় শরীফ উদ্দিন নামে এক যুবককে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে সৌদি আরবে পাঠিয়ে প্রতারণা মামলায় দুই আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সমন পেয়ে গত মঙ্গলবার আসামিরা জামিন নিতে আদালতে হাজির হলে বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। তারা হলেন, মামলার দুই নম্বর আসামী হুমায়ুন আহমদ ও চার নম্বর আসামী আলী আজাদ।
এর আগে প্রতারণার শিকার ভুক্তভোগী শরীফ উদ্দিনের বাবা আমির উদ্দিনের দায়ের করা মামলায় আদালত চার আসামিকে আগামী ৬ ডিসেম্বর ধার্য তারিখে আদালতে হাজির হতে সমন জারি করেন। বাদীপক্ষের আইনজীবী এডভোকেট মো. ইয়াছিন আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, বড়লেখা পৌরসভার পাখিয়ালা গ্রামের মৃত আব্দুল ওয়াদুদের ছেলে শাহজাহান কবির খোকন ও তার ভাই হুমায়ুন আহমদ ২০২১ সালের ১৫ ডিসেম্বর প্রতারণার শিকার যুবক শরীফের বাবা আমির উদ্দিনকে প্রস্তাব দেন ভালো ভিসা দিয়ে তারা শরীফকে সৌদি আরব পাঠাতে পারবেন। মাসে ৫০ হাজার টাকা বেতন হবে। তাদের সাথে মামলায় অভিযুক্ত মোস্তাব উদ্দিন ও আলী আজাদও একই প্রস্তাব দেন। এতে আমির উদ্দিন রাজি হন। এরপর তাদের মধ্যে ৪ লাখ ৩০ হাজার টাকার চুক্তি হয়। আমির উদ্দিন ছেলেকে সৌদি পাঠানোর জন্য চুক্তি অনুযায়ী কয়েক দফায় টাকা পরিশোধ করেন।
এছাড়া, বিভিন্ন কাজের কথা বলে আরও প্রায় ১ লাখ ৭০ টাকা নেয়া হয়। এরপর ২০২২ সালের ২৬ জানুয়ারি শরীফ উদ্দিনকে সৌদি আরব পাঠানো হয়। সেখানে পৌঁছার পর শরীফকে শাহজাহান কবির খোকনের লোকজন রিসিভ করে কাজ বুঝিয়ে দেয়ার কথা ছিল। কিন্তু শরীফ সেখানে কোন লোক পাননি। শাহজাহান কবির খোকনের মোবাইলে ফোন দিলেও তাকে পাননি। অনাহারে-অর্ধাহারে এয়ারপোর্টে তিনদিন কাটে শরীফের। অসহায় অবস্থায় সেখানে তাকে এক ভারতীয় নাগরিক একটি গোদাম ঘরে নিয়ে রাখেন।
এদিকে, সৌদি থেকে ছেলের খবর না আসায় আমির উদ্দিন মামলায় অভিযুক্ত হুমায়ুন, মোস্তাব ও আলী আজাদের কাছে যান। কিন্তু তারা খোঁজ নিচ্ছে বলে টালবাহানা করে। এরমধ্যে কয়েক মাস গেলেও বৈধ কাগজপত্র পাননি শরীফ। সৌদিতে অবৈধভাবে পালিয়ে থাকা অবস্থায় গ্রেফতার হন তিনি। সেখানে প্রায় ১৬ দিন জেল খেটে দেশে ফেরেন শরীফ।
প্রতারণার এই ঘটনায় শরীফ উদ্দিনের বাবা আমির উদ্দিন গত ৩১ অক্টোবর বড়লেখার পাখিয়ালা গ্রামের মৃত আব্দুল ওয়াদুদের ছেলে শাহজাহান কবির খোকন (৫০), তার ভাই হুমায়ুন আহমদ (৫২), একই গ্রামের মৃত কুটু মিয়ার ছেলে মোস্তাব উদ্দিন (৫৫) এবং জফরপুর গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে আলী আজাদ (৫৭)-কে আসামী করে বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। আদালত আসামিদের বিরুদ্ধে সমন জারি করেন।