মৌলভীবাজার হানাদার মুক্ত দিবস আজ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ ডিসেম্বর ২০২২, ৫:৫৪:১৩ অপরাহ্ন
মৌলভীবাজার থেকে নিজস্ব সংবাদদাতা : আজ ৮ ডিসেম্বর মৌলভীবাজার পাক হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এদিন হানাদার মুক্ত হয় মৌলভীবাজার জেলা। উড়ানো হয় স্বাধীন বাংলার পতাকা।
জানা যায়, ২৭ মার্চ মৌলভীবাজার শহরের পশ্চিম দিকে কনকপুর থেকে একটি প্রতিরোধ মিছিল আসে। অপর মিছিলটি আসে শহরের পূর্বদিক থেকে চাঁদনীঘাট ব্রীজ হয়ে। এটা মেনে নিতে পারেনি আগে থেকে শহরে অবস্থান করা পাক সেনারা। প্রতিরোধ মিছিলে নির্বিচারে গুলি চালায় পাক হায়েনারা। নিহত হন তারা মিয়া ও মো. জমির, মো. উস্তার ও সিরাজুল ইসলাম কলমদর। চাঁদনীঘাট ব্রীজের কাছে ‘প্রদর্শনী’ করে তাদেরকে হত্যা করে পাক-হায়েনারা।
২ ডিসেম্বর মিত্রবাহিনী ও মুক্তিবাহিনীর শীর্ষ পর্যায়ের বৈঠকে সারা দেশ হানাদারমুক্ত করার একটি ছক তৈরি করা হয়। এরই ধারাবাহিকতায় ৭ ডিসেম্বর মৌলভীবাজার থেকে হানাদার বাহিনী পালিয়ে যেতে বাধ্য হয়। ৮ ডিসেম্বর মানুষের বাঁধ ভাঙ্গা বিজয় উল্লাসের জোয়ার আর ঠেকানো যায়নি। উঁচু টিলার উপর অবস্থিত মহকুমা প্রশাসকের কার্যালয়ে স্বাধীন বাংলাদেশের মানচিত্র পতাকা উড্ডয়ন করেন গণপরিষদ সদস্য আজিজুর রহমান।
এদিকে, মৌলভীবাজার মুক্ত দিবস উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন।