জাতির সূর্য সন্তানদের আত্মত্যাগের ফলেই আজ আমরা স্বাধীন —-বিভাগীয় কমিশনার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ ডিসেম্বর ২০২২, ৬:০৬:৪৫ অপরাহ্ন
ডাক ডেস্ক : জাতির সূর্য সন্তানদের আত্মত্যাগের ফলেই আজ আমরা স্বাধীন বলে মন্তব্য করেছেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। তিনি গতকাল বুধবার বেলা ১১টায় সিলেট সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় সিলেট জেলা তথ্য অফিস আয়োজিত ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন।
সিলেট সরকারি মহিলা কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোসাম্মৎ রোকসানা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মুক্তিদ্ধের স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন সিলেট মহানগর আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন-সিলেট জেলা তথ্য অফিসের উপপরিচালক মো. সালাহ উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রখেন-প্রফেসর নাজমীন ইসলাম চৌধুরী, প্রফেসর মো. মছব্বির চৌধুরী, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক বিমান বিহারী রায়।
বক্তারা মুক্তিযুদ্ধের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোকপাত করেন। প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার আরও বলেন-নতুন প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানানোর এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে এদেশের সর্বস্তরের স্বাধীনতাকামী বীর জনতা সেদিন মরণপণ যুদ্ধে নেমেছিলেন বলে তিনি উল্লেখ করেন। আর তারই ফলে অর্জিত হয় ভৌগলিক, সামাজিক ও অর্থনৈতিক স্বাধীনতা। ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে যুগান্তকারী কর্মযজ্ঞ পরিচালিত হচ্ছে বর্তমান সরকারের ঐকান্তিক প্রচেষ্টায়। দেশ এগিয়ে যাচ্ছে উন্নতির শিখরে। স্বাধীনতার বীর সেনানীদেরকে যথাযথ সম্মান প্রদর্শনে কমতি করেনি বর্তমান সরকার। তিনি নতুন প্রজন্মকে মুক্তিযোদ্ধাদের কাছে গিয়ে তাদের খোঁজ খবর নিতে উপস্থিত শিক্ষার্থীদের আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মাসুদ উদ্দিন আহমদ বলেন- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণে উদ্বুদ্ধ হয়েই আমরা মুলতঃ যুদ্ধে অংশগ্রহণ করি। দেশকে শত্রুমুক্ত করতে দৃঢ় মনোবলই ছিল সকল মুক্তিযোদ্ধার একমাত্র সম্বল। যার ফলে আমাদেরকে পরাজিত করতে পারেনি হায়েনাদের দল। যুদ্ধ শেষে লাল সবুজের পতাকা উঁচু করে আমরা ফিরেছি বিজয়ীর বেশে স্বাধীন বাংলাদেশে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে সর্বস্তরের নতুন প্রজন্মের প্রতি তিনি উদাত্ত আহ্বান জানান। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদেরকে পুরস্কৃত করা হয়। সিলেট জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মো. লেবাছ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দঅংশগ্রহণ করেন।