জেলা বিএনপির বিক্ষোভ
‘সরকারের পতন ছাড়া বিএনপির কর্মীরা ঘরে ফিরে যাবে না’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ ডিসেম্বর ২০২২, ৫:০৮:২৫ অপরাহ্ন
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের ‘তান্ডব’ ও জাতীয় নেতৃবৃন্দকে গ্রেফতারের প্রতিবাদে সিলেট জেলা বিএনপির উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি নগরীর দক্ষিণ সুরমার রেল গেইট থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ক্বীন ব্রিজের সামনে সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, জনবিচ্ছিন্ন হয়ে আওয়ামী লীগ এখন লাশ নিয়ে রাজনীতি করছে। বিএনপির চলমান শান্তিপূর্ণ আন্দোলনে তারা জরনগকে পাখির মত গুলি করে হত্যা করছে। বিএনপির কার্যালয়ে যে নগ্ন হামলা চালিয়েছে তা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। যতই নির্যাতন, নিপীড়ন আসুক, বিএনপির গণতন্ত্র মুক্তির আন্দোলন বন্ধ করা যাবে না। ফ্যাসিস্ট সরকারের পতন নিশ্চিত না করে বিএনপির কর্মীরা ঘরে ফিরে যাবে না।’ এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপি নেতা এডভোকেট আশিক উদ্দিন, হাজী মোঃ শাহাব উদ্দিন, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, আবুল কাশেম, ওয়াহিদুজ্জামান চৌধুরী সুফি, কোহিনুর আহমদ, জসিম উদ্দিন, একেএম তারেক কালাম, শহীদ আহমদ চেয়ারম্যান, ফালাকুজ্জামান চৌধুরী জগলু, ইকবাল বাহার চৌধুরী, আব্দুল লতিফ খান, এডভোকেট কামাল আহমদ, তাজরুল ইসলাম তাজুল, আনোয়ার হোসেন মানিক, ময়নুল হক, এডভোকেট আবু তাহের, এডভোকেট আল আসলাম মুমিন, রফিকুল ইসলাম শাহপরান, বাদশা আহমদ, আখতার হোসেন রাজু, ফরিদ উদ্দিন, অর্জুন ঘোষ, বুরহান উদ্দিন, আত্তর আলী, শাহ মাহমুদ আলী, আকবর আলী, মনিরুল ইসলাম তুরণ, ফয়জুল ইসলাম পীর, লোকমান আহমদ, হাবিবুর রহমান হাবিব, আব্দুল মালেক, জাহেদ আহমদ, জসিম উদ্দিন, ফয়জুল ইসলাম পীর, এডভোকেট ওয়াবদুর রহমান ফাহমী, বখতিয়ার আহমদ ইমরান, শামীম হেলালী, মিনহাজ উদ্দিন চৌধুরী, সামছুর রহমান শামীম, আল-মামুন, আলতাফ হোসেন সুমন প্রমুখ। বিজ্ঞপ্তি