বাংলাদেশ নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতি হয়নি : পররাষ্ট্রমন্ত্রী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ ডিসেম্বর ২০২২, ৫:১৬:২৫ অপরাহ্ন
ডাক ডেস্ক : যেসব দেশ কথায় কথায় উদ্বেগ প্রকাশ করে সেসব দেশেও রাজনৈতিক কর্মসূচি নিয়ম মেনেই করতে হয়। বাংলাদেশ নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতি হয়নি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
গতকাল বৃহস্পতিবার কক্সবাজারে নৌ-বাহিনী আয়োজিত এক আন্তর্জাতিক সেটি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, একজন সাংবাদিকের প্ররোচনায় যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট পল্টনের ঘটনায় উদ্বেগ জানিয়েছে। মার্কিন নাগরিকদের সতর্কবার্তা দেয়ার মতো কোনো পরিস্থিতি বাংলাদেশে হয়নি। তবে কিছু মানুষ সংঘাত চায়। বাংলাদেশ সরকার সব ধরনের সংঘাতের বিপক্ষে। যে কেউ সভা-সমাবেশ করতে পারে, কিন্তু অবশ্যই নিয়মের মধ্যে থেকে তা করতে হবে।