ভোলাগঞ্জ সীমান্ত হাট নিয়ে দু’দেশের কর্মকর্তাদের বৈঠক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ ডিসেম্বর ২০২২, ৫:১৭:৩৯ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সীমান্ত হাট নিয়ে ভারত-বাংলাদেশ যৌথ সীমান্ত হাট ব্যবস্থাপনা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ভোলাগঞ্জ সীমান্তে এ বৈঠকে দুই দেশের কর্মকর্তারা মিলিত হন। এ সময় উভয় দেশের প্রতিনিধিরা শিগগিরই এ হাট চালুর বিষয়ে একমত হন। সংশ্লিষ্টরা এ লক্ষ্যে হাটটি ঘুরে দেখেন। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইমরুল হাসান। ভারতের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সোহরা সিভিল সাব ডিভিশনের এডিসি এল কিনজিং।
এ প্রসঙ্গে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লুসিকান্ত হাজং জানান, ২০২০ সালের ২৬ মার্চ এবং পরবর্তীতে ডিসেম্বরে এ হাট চালুর কথা ছিল। কিন্তু, করোনা ভাইরাসের সংক্রমণের কারণে দুই দফা তারিখ পেছানো হয়। এরপর বন্যার কারণে হাটের কার্যক্রম শুরু করা সম্ভব হচ্ছিল না। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় উভয় দেশের সীমান্ত হাট ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে হাটটি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে আমাদের পক্ষ থেকে যত দ্রুত সম্ভব হাটটি চালুর বিষয়ে প্রস্তাব করা হয়েছে। আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে এ হাট উদ্বোধন হতে পারে।
কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. শামীম আহমদ জানান, তারিখ নির্ধারিত না হলেও ভোলাগঞ্জ বর্ডার হাট উদ্বোধনের প্রস্তÍুতি চলছে।
বৈঠকে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট সার্কেল এএসপি প্রবাস কুমার সিংহ, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া বিনতে সোলাইমান, কাস্টমস কর্মকর্তা ফরিদুল আলম, কোম্পানীগঞ্জ থানার ওসি সুকান্ত চক্রবর্তী, চেয়ারম্যান হাজী মোঃ জিয়াদ আলী প্রমুখ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ-মেঘালয় সীমান্তের সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ ও মেঘালয়ের পূর্ব খাসি পাহাড়ের ভোলাগঞ্জে সীমান্ত হাট চালুর সিদ্ধান্ত হয়। এরপর সীমান্তের ১২৪৮/১২ এস এবং ১১ এস পিলারের কাছে কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ দশ নম্বর এলাকা এবং ভারতের মেঘালয় রাজ্যের খাসিয়া হিলস এলাকায় দুই দেশের সমপরিমাণ ১ একর ৫০ শতক জায়গায় সীমান্ত হাট নির্মাণ করা হয়। বর্ডার হাটে বিদ্যমান ৫০টি দোকানের মধ্যে বাংলাদেশের ২৪টি দোকান থাকবে। আর ভারতের থাকবে ২৬টি দোকান। দোকান কোঠাসমূহ এরই মধ্যে বরাদ্দ দেয়া হয়েছে। সপ্তাহের দুইদিন শনি ও সোমবার বর্ডার হাট বসবে। বাংলাদেশ সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ওই হাটে কেনাকাটা করা যাবে।