মৌলভীবাজার সমিতি সিলেট’র দ্বিবার্ষিক নির্বাচনী তফসিল ঘোষণা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ ডিসেম্বর ২০২২, ৫:৪০:৫১ অপরাহ্ন
সিলেটে বসবাসরত মৌলভীবাজার জেলাবাসীর সংগঠন মৌলভীবাজার সমিতি, সিলেট এর দ্বিবার্ষিক নির্বাচন এবং বার্ষিক সাধারণ সভা আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সমিতির গঠনতন্ত্র অনুযায়ী গঠিত নির্বাচন কমিশনার নির্বাচনী তফসিল ঘোষণা করেছেন।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১১ডিসেম্বর খসড়া ভোটার তালিকা এবং ১৩ ডিসেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
তাছাড়া, ১৪ ডিসেম্বর মনোনয়নপত্র বিতরণ, ১৮ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিল, ১৯ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই, ২১ ডিসেম্বর বাতিলকৃত মনোনয়নপত্রের উপর আপিল গ্রহণ ও শুনানি, ২২ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার, ২৫ ডিসেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ, ৩০ ডিসেম্বর সিলেট জেলা পরিষদ মিলনায়তনে ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা এবং একই তারিখ সন্ধ্যায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। কার্যনির্বাহী পরিষদের নির্বাচন গঠনতন্ত্র অনুযায়ী প্যানেলভিত্তিক অনুষ্ঠিত হবে। কোন একক পদে নির্বাচনে অংশগ্রহণ করা যাবে না। প্যানেলের ২৩টি পদের জন্য প্যানেল মনোনয়নপত্র প্রধান নির্বাচন কমিশনার বরাবর আবেদন করে ও ষাট হাজার টাকা ফি জমা দিয়ে সংগ্রহ করতে হবে। সমিতির কার্যনির্বাহী পরিষদ গঠিত নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন সমিতির উপদেষ্টা ও সাবেক সভাপতি এডভোকেট আব্দুল খালিক। অপর দুজন নির্বাচন কমিশনার হচ্ছেন সমিতির উপদেষ্টা ও সাবেক সভাপতি প্রফেসর ডা. আজিজুর রহমান ও উপদেষ্টা এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ। গতকাল তিনজন নির্বাচন কমিশনারের যৌথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি