ইতিহাস-ঐতিহ্যের সংরক্ষণ ও বিকাশে কেমুসাস অতন্দ্র প্রহরীর ভূমিকা রাখছে …বীরমুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান চৌধুরী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ ডিসেম্বর ২০২২, ৫:৪৩:০১ অপরাহ্ন
ডাক ডেস্ক : উপমহাদেশের অন্যতম প্রাচীন সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ১০ দিনব্যাপী ষোড়শ বইমেলা আগামীকাল ১০ ডিসেম্বর শুরু হবে। মেলা সফলের লক্ষ্যে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। কেমুসাসের সাবেক সভাপতি ভাষাসৈনিক মুসলিম চৌধুরীকে নিবেদিত বইমেলা সফলের লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় কেমুসাস প্রাঙ্গণ থেকে এ র্যালী হয়। সংসদের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে র্যালীটি নগরীর চৌহাট্টাসহ গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে কেমুসাস প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত সভায় মিলিত হয়। এ সময় সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান চৌধুরী বলেন, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ ইতিহাস-ঐতিহ্যের সংরক্ষণ ও বিকাশে অতন্দ্র প্রহরীর ভূমিকা রাখছে। ভারতীয় উপমহাদেশ থেকে শুরু করে মুক্তিযুদ্ধ, সর্বক্ষেত্রে রয়েছে গৌরবোজ্জ্বল অবদান। এই ঐতিহ্যকে ধরে রাখতে নতুন প্রজন্মকে সংসদের দিকে আকৃষ্ট করতে হবে। বইমেলা সেই প্রচেষ্টারই অংশ।
র্যালিতে অংশগ্রহণ করেন বইমেলা উপকমিটির আহবায়ক ও কেমুসাসের সহসভাপতি অধ্যাপক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, সদস্য সচিব মাহবুব মুহম্মদ, বইমেলা উপকমিটির সদস্য ও কেমুসাসের সহ-সাধারণ সম্পাদক সৈয়দ মবনু, বিশিষ্ট আইনজীবী এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, কেমুসাসের কোষাধ্য̈ক্ষ এডভোকেট আব্দুস সাদেক লিপন, সাহিত্য ও গবেষণা সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌস, সহ-লাইব্রেরি সম্পাদক ইছমত হানিফা চৌধুরী, কার্যকরী পরিষদ সদস্য আফতাব চৌধুরী, এডভোকেট আব্দুল মুকিত অপি, সৈয়দ মোহাম্মদ তাহের, সদস্য বেলাল আহমদ চৌধুরী, লেখক মো. জাহেদুর রহমান চৌধুরী, মোয়াজ আফসার, লুৎফা আহমদ লিলি, রোটারিয়ান আবদুল মুহিত দিদার, শামসীর হারুনুর রশীদ, কামাল আহমদ, সৈয়দ ফসীহুল লিসান, শাকিল আহমদ, শৈলী সভাপতি সাইয়্যিদ মুজাদ্দিদ, সাধারণ সম্পাদক শামিম গাজী, শৈলী সদস্য অরুপ নাগ, খাইরুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, আগামী ১০ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বইমেলা চলবে। এছাড়া, বইমেলাকে কেন্দ্র করে কেমুসাসের উদ্যোগে নানানুখী প্রতিযোগিতা ও গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।