বিজয়ের মাস
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ ডিসেম্বর ২০২২, ৫:৪৪:০৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ১৯৭১ সালের ৯ ডিসেম্বর। দিন যত ঘনিয়ে আসছিলো, ততই বিজয়ের ভিত্তি মজুবত হতে থাকে। মুক্তিকামী প্রায় সবাই স্থির বিশ্বাসে পৌঁছে যায় যে, জয় আর বেশি দূরে নয়। দামাল সন্তানদের ঘরে ফিরে আসার ক্ষণও ঘনিয়ে আসার পথে। দুর্বিসহ উৎকন্ঠা পেরিয়ে বাঙালির ঘরে ঘরে প্রশান্তি নেমে আসতে শুরু করে।
প্রতি মুহূর্তে দেশের বিভিন্ন এলাকা থেকে ঢাকার খবর আসে মুক্তিযোদ্ধাদের বিজয়ের। ১৯৭১ সালের ৯ ডিসেম্বর কেমন ছিল, মানুষের ত্যাগইবা কেমন ছিল তার কিছু নমুনা মেলে জাহানারা ইমামের সেই আলোড়িত বই ‘একাত্তরের দিনগুলি’তে। তিনি এইদিনে রোজনামচায় উল্লেখ করেন, ‘আমাদের চেনা জানা প্রায় সবাই ব্যাংক থেকে টাকা উঠিয়ে রাখছে। আর ন্যাশনাল ডিফেন্স সার্টিফিকেট ব্যাংকে জমা রেখে তার বদলে নগদ টাকা ‘ধার’ নিচ্ছে। সবাই বলছে কখন কী হয়, শেষে ব্যাংক থেকে টাকা তুলতে পারি কিনা। বেটাদের দিনতো ঘনিয়ে এলো। হয়তোবা যাবার আগে ব্যাংকের টাকাও গুটিয়ে দিতে পারে, প্লেনে করে ওদিকে নিয়েও যেতে পারে।’ বিজয়ের মাস ডিসেম্বরের ৯ তারিখে এসে এই ছিল রাজধানীবাসী সহ দেশের অনেক স্থানের মানুষের ভাবনা। আর সেই ভাবনা থেকে অনেকেই ছিলেন ব্যাংকমুখী। এরই মধ্যে চারদিক থেকে মুক্তিযোদ্ধারা ঢাকা দখলের জন্য এগিয়ে আসছিল। পাকিস্তান সেনাঘাঁটির ওপর ভারতীয় মিত্রবাহিনীর বিমান হামলা আরও জোরদার হচ্ছিল। ধীরে ধীরে বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল বিজয়ের মাহেন্দ্রক্ষণের দিকে। বহুকাঙ্খিত, বহু ত্যাগ, রক্ত আর মৃত্যুর মহামিছিল মাড়িয়ে আলোর পথে।