কোম্পানীগঞ্জে ভুয়া সনদে স্কুল সভাপতি হওয়ার অভিযোগ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ ডিসেম্বর ২০২২, ৫:৪৬:০৮ অপরাহ্ন

ডাক ডেস্ক : সিলেটের কোম্পানীগঞ্জে ভুয়া সনদে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
বিষয়টি সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে বলা হয়, উপজেলার টুকেরগাঁও গ্রামের রাসেল আহমদ গত ৩০ নভেম্বর স্থানীয় টুকেরবাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হন। সভাপতি হওয়ার জন্যে তিনি যে ডিগ্রি পাশ সনদ দাখিল করেছেন তা ভুয়া বলে প্রতীয়মান হচ্ছে। বিষয়টির ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
যোগাযোগ করা হলে রাসেল আহমদ অভিযোগটি অস্বীকার করেন। তিনি বলেন, আমার সনদ সঠিক আছে। তারা বিএনপির লোক। আমার বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে।