জেলা ও মহানগর পূজা পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন
সংখ্যালঘু নির্যাতন জাতির জন্য অত্যন্ত লজ্জার —–জে.এল. ভৌমিক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০২২, ৪:৪৬:১৭ অপরাহ্ন

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট শিল্পপতি জে এল ভৌমিক বলেছেন, “দেশে দিন দিন সাম্প্রদায়িক নিপীড়ন-নির্যাতন অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে। আর এগুলো হচ্ছে অত্যন্ত সুকৌশলে ও পরিকল্পিত উপায়ে। দেশের সংখ্যাঘলুদের নিজ ভিটে মাটি থেকে উচ্ছেদ করার জন্যই এগুলো হচ্ছে।”
তিনি বলেন, “বিজয়ের মাসেও সংখ্যালঘু নির্যাতন থেমে নেই। এগুলো জাতির জন্য, দেশের জন্য অত্যন্ত লজ্জার। সংখ্যালঘু নির্যাতন বন্ধে পদক্ষেপ নিতে সরকারকে প্রদক্ষেপ নিতে হবে।”
তিনি গতকাল শুক্রবার বেলা ১১টায় সিলেট নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে সিলেট জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
পূজা উদযাপন পরিষদ সিলেট জেলার ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ এর সভাপতিত্বে দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার। সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত ও জেলা সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, যুগ্ম সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র দেবনাথ, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য্য, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ, পূজা পরিষদের কেন্দ্রীয় সদস্য অসিত দেব। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সিলেট জেলা সভাপতি এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্য, মৌলভীবাজার জেলা সভাপতি আশু রঞ্জন দাস, সুনামগঞ্জ জেলা সভাপতি এডভোকেট বিমান কান্তি রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক কৃপেশ চন্দ্র পাল, সিলেট মহানগর সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব। সম্মেলনে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক বিমল বণিক, মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক মহিম দে। ধন্যবাদ জ্ঞাপন করেন পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি সুব্রত দেব। দ্বি-বার্ষিক সম্মেলনে সিলেট জেলার ১১টি উপজেলার নেতৃবৃন্দ ও সিলেট মহানগরের ৬টি থানার সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত থেকে বক্তব্য রাখেন।-বিজ্ঞপ্তি