উপশহর সি-ব্লকে “শেফ’স স্টুডিও” উদ্বোধন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০২২, ৪:৫২:১৩ অপরাহ্ন
শাহজালাল উপশহরের সি-ব্লকে “শেফ’স স্টুডিও” নামে কন্টিনেন্টাল রেস্টুরেন্টের প্রথম শাখার উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেফ’স স্টুডিও এর স্বত্বাধিকারী ও বনফুল এন্ড কিষোয়ান গ্রুপের ম্যানেজিং পার্টনার ওয়াহিদুল ইসলাম সিআইপি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত ডিআইজি ফয়সাল মাহমুদ ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বনফুল এন্ড কিষোয়ান গ্রুপের চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আমির ইসলাম জোহা এবং ফায়েক মোহাম্মদ শিপু, বনফুল এন্ড কোম্পানীর প্রধান নির্বাহী কর্মকর্তা আব্বাস উদ্দিন, জিএম আমানুল আলম। এছাড়াও অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বনফুল এন্ড কোম্পানীর উপ-মহাব্যবস্থাপক আরিফুল ইসলাম, সহ-মহাব্যবস্থাপক জামসেদ উদ্দিন, সহ-মহাব্যস্থাপক পিপলু বড়ুয়া, সহ-মহাব্যবস্থাপক মোঃ সেলিম, সিনিয়র ব্যবস্থাপক সৌমিত্র দাশ, পরিদর্শক আলমগীর হোসেন, বনফুল এন্ড কোম্পানীর ব্যবস্থাপক মিন্টু কুমার ঘোষ, কিষোয়ান গ্রুপের ব্যবস্থাপক মোঃ সেলিম, আয়েশা প্যাড এর স্বত্বাধিকারী মোঃ সেলিম সহ কোম্পানির উর্ধবতন কর্মকর্তাগণ।
রেস্টুরেন্টে থাই, চায়নিজ, কন্টিনেন্টালসহ স্পেশাল কাচ্চি ও তেহেরী খাবারের ব্যবস্থা থাকবে। উদ্বোধন উপলক্ষে পুরো বিজয়ের মাস জুড়ে গ্রাহকদের জন্য থাকছে ১০% ছাড়।-বিজ্ঞপ্তি