আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
দুর্নীতি থেকে বেরিয়ে আসতে না পারলে সমাজ ও রাষ্ট্র হুমকির মুখে পড়বে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০২২, ৪:৫৪:০৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ‘দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল শুক্রবার সিলেটের বিভিন্ন স্থানে নানা কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত পৃথক অনুষ্ঠানে বক্তারা বলেছেন, দুর্নীতি সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক ক্ষতিকর। এই ব্যাধি থেকে বেরিয়ে আসতে না পারলে সমাজ ও রাষ্ট্র হুমকির মুখে পড়বে। দুর্নীতির মুলোৎপাটন করতে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আলোচনা সভায় বক্তারা দুর্নীতি প্রতিরোধে যার যার অবস্থান থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সচেষ্ট হওয়ার আহবান জানান।
প্রশাসন : আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে দুর্নীতি দমন কমিশন সিলেট বিভাগীয় ও জেলা কার্যালয় এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন
সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার জাকারিয়া। সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ, সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান ভূইয়ার সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক এসএম মফিদুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটি সনাক সিলেটের সাবেক সভাপতি এডভোকেট এমাদ উল্লাহ শহীদুল ইসলাম শাহীন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সিলেটের সাধারণ সম্পাদক রোটারিয়ান বেলাল আহমদ।
দক্ষিণ সুরমা : আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে গতকাল শুক্রবার বেলা ১১টায় দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদের হল রুমে দক্ষিণ সুরমা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি (ভারপ্রাপ্ত) ও দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সাংবাদিক হাজী এম. আহমদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিনিয়র শিক্ষক আক্তার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার নুসরাত লায়লা নীরা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সত্য ব্রত রায়, উপজেলা কৃষি অফিসার রাজিব হোসেন, মোগলাবাজার থানার সাব ইন্সপেক্টর শাহ তোফায়েল। পরে বিকেল ৩টায় দক্ষিণ সুরমা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে সিলামে সিলেট-সুলতানপুর সড়কে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, স্কাউট দল ও স্থানীয় জনসাধারণকে নিয়ে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এছাড়া, বিকেলে সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আক্তার হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশিষ্ট লেখক মো. জয়নুল আবেদীন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সিলেট জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হাজী আব্দুল কাইয়ুম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও ইয়াসিন উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রইছ আলী, কমিটির সদস্য ব্যবসায়ী উসমান আলী, সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য শাহ টিপু সুলতান, আবুল হোসেন বখত, শামীম আহমদ, শিক্ষক মাহবুবুর রহমান ও সমাজসেবী খায়রুল আমিন। শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন স্কাউট সদস্য লুৎফা বেগম সীমা। পরে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
কানাইঘাট : কানাইঘাট (সিলেট) থেকে নিজস্ব সংবাদাদাতা জানান, উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে গতকাল শুক্রবার সকাল ১০টায় মানববন্ধন পরবর্তী আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাষ্টার মহি উদ্দিনের সভাপতিত্বে ও কমিটির সহ-সভাপতি মাস্টার ইয়াহিয়ার সঞ্চালনায় দুর্নীতি বিরোধী এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি।
এছাড়াও আলোচনা সভায় মানবাধিকার কর্মী মুহিবুর রহমান মনির, বীরদল এন.এম একাডেমির সহকারী শিক্ষক সাইফুল ইসলাম, রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান, কানাইঘাট প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আবুল কালাম, সংরক্ষিত মহিলা ইউপি সদস্যা জোৎস্না রাণী দাস, আব্দুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহেদ হোসাইন রাহীন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুস ছাত্তার মাছুম, সোনার বাংলা একাডেমির সহকারী শিক্ষক জাহিদ হাসান, আবিদা সুলতানা, তাহমিনা ইসলাম আফরিন, কানাইঘাট বাজারের ব্যবসায়ী আব্দুল কাদিরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিশ^ম্ভরপুর : বিশ^ম্ভরপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, বিশ^ম্ভরপুরে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক দুর্নীতি দিবস উদযাপন করা হয়। গতকাল শুক্রবার উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে জাতীয় ও দুদুকের পতাকা উত্তোলন করে দিবসের শুভ সূচনা করা হয়। এরপর উপজেলা প্রশাসনের সামনে প্রধান সড়কে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের পর উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি বিরোধী দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. সাদি উর রহিম জাদিদের সভাপতিত্বে ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আবুল খায়ের এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতির প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: সফর উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি কমিশনার ভূমি শিল্পী রানী মোদক, থানার অফিসার ইনচার্জ মো: ইকবাল হোসেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বেনজির আহমদ মানিক, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু জাফর উসমানী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রহমান প্রমুখ।