থানায় অভিযোগ দায়ের
গোয়াইনঘাটে বিষ ঢেলে ফিসারির মাছ ধ্বংস
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০২২, ৪:৫৫:২৮ অপরাহ্ন

গোয়াইনঘাট থেকে নিজস্ব সংবাদদাতা : সিলেটের গোয়াইনঘাটে বিষ ঢেলে প্রায় অর্ধকোটি টাকার মাছ ধ্বংস করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার ভোর ৪ টার দিকে উপজেলার রস্তমপুর ইউনিয়নের সাকের পেকেরখাল এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যপারে ফিসারীর মালিক বাদী হয়ে সাকের পেকেরখাল গ্রামের জমসিদ, তছলিম ও আমির উদ্দিনের নাম উল্লেখ করে এবং আরও ৪/৫ জনকে অজ্ঞাত করে গোয়াইনঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
থানায় লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ সুরমা উপজেলার খালপার এলাকার মৃত আব্দুল মন্নানের পুত্র মুহিবুল ইসলাম গোয়াইনঘাট উপজেলার রস্তমপুর ইউনিয়নের সাকের পেকেরখাল এলাকায় বেশ কিছু জমি ক্রয় করে ফিসারী তৈরী করেন এবং মাছ চাষ করেন। কিন্তু দীর্ঘদিন থেকে ফিসারী সংশ্লিষ্ট সাকের পেকেরখাল গ্রামের কতিপয় ব্যক্তির সাথে বিরোধ চলছিলো। এর জেরে বিষ ঢেলে মাছ মারার অভিযোগ করেন ফিসারি মালিক। এ ঘটনায় থানায় একটি এজাহার দিয়েছেন।
গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) ওমর ফারুক বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষ দ্রুত আইনগত পদক্ষেপ নেব।