হবিগঞ্জে মোটরসাইকলের ধাক্কায় শ্রমিক লীগের সদস্য নিহত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০২২, ৫:২১:২৫ অপরাহ্ন
হবিগঞ্জ জেলা প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার পশ্চিম ভাদৈ এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল আজিজ (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
গতকাল শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল আজিজ পশ্চিম ভাদৈ এলাকার তাজুল ইসলামের ছেলে ও হবিগঞ্জ পৌর শ্রমিক লীগের সদস্য।
স্থানীয়রা জানান, গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় আব্দুল আজিজ পশ্চিম ভাদৈ এলাকায় হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়ক দিয়ে হাঁটছিলেন। এ সময় দ্রুত গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি আহত হন। পরে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর স্থানীয় লোকজন মোটরসাইকেলটি আটক করে রাখলেও চালক পালিয়ে যান। পরে প্রায় আধাঘন্টা সড়ক অবরোধ করে রাখা হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মর্তুজা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।