‘বিএনপির ৭ এমপি’র পদত্যাগে সরকারের কিছু যায়-আসে না’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ ডিসেম্বর ২০২২, ৬:৪৭:৩৯ অপরাহ্ন
ডাক ডেস্ক : সাড়ে ৩’শ এমপির মধ্যে বিএনপির ৭ জন-এর পদত্যাগে সরকারের কিছু যায়-আসে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
গতকাল শনিবার সাভারের রেডিও কলোনি স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
‘বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র ও মিথ্যাচারের প্রতিবাদে’ সাভার ও ধামরাই উপজেলা আওয়ামী লীগ ও আশুলিয়া থানা আওয়ামী লীগ এই জনসভার আয়োজন করে।
মাহবুবউল আলম হানিফ বলেন, ‘শুনলাম তাদের (বিএনপি) ৭ জন এমপি পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
গণতান্ত্রিক অধিকার আছে, আপনি পদত্যাগ করতে পারেন। কিন্তু সেটা মাঠে হয় না, স্পিকারের কাছে দিতে হয়। এখানেও রাজনৈতিক স্টান্টবাজি। সাড়ে ৩’শ জনের মধ্যে ৭ জনের পদত্যাগে সরকারের কিছু যায়-আসে না। ’
মাহবুবউল আলম হানিফ বলেন, ‘পলাতক আসামির কথায় দেশ পাল্টায় না। অনেক হয়েছে আপনাদের আন্দোলন, এখন বাড়ি গিয়ে বিশ্রাম নেন। শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রাকে সহায়তা করুন। দেশের মানুষের পাশে দাঁড়ান। ’