বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে সিলেট জেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ ডিসেম্বর ২০২২, ৬:৫২:৪৬ অপরাহ্ন
বিএনপি-জামায়াত ও স্বাধীনতা বিরোধী চক্রের দেশবিরোধী ষড়যন্ত্র, সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে সিলেট জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। গতকাল শনিবার বিকেলে বিক্ষোভ মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট পয়েন্টে এক সংক্ষিপ্ত সভায় মিলিত হয়।
সভায় বক্তারা বলেন, বিএনপি-জামায়াত সন্ত্রাস, নৈরাজ্য করার চেষ্টা করলে সিলেট জেলা ছাত্রলীগ শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে তা শক্ত হাতে প্রতিহত করবে। বাংলাদেশের উন্নয়নে বাধাগ্রস্ত করার জন্য বিএনপি-জামায়াত চক্র মাথাচাড়া দিতে চাইছে। তারা নৈরাজ্য, সন্ত্রাস করে যাতে জনগণের কোন ক্ষতি করতে না পারে তার জন্য বাংলাদেশ ছাত্রলীগসহ সিলেট জেলা ছাত্রলীগের প্রত্যেক নেতাকর্মী রাজপথে প্রতিহত করার জন্য প্রস্তুত রয়েছে।
সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ। এছাড়াও বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সভায় সিলেট জেলা ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি