শাহী ঈদগাহে বিজয় দিবস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন দানবীর ড. রাগীব আলী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ ডিসেম্বর ২০২২, ৬:৫৬:৩৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের বৃহত্তর শাহী ঈদগাহ যুবসমাজের উদ্যোগে মহান বিজয় দিবস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শাহী ঈদগাহস্থ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে গত শুক্রবার বিকাল ৩টায় টুর্নামেন্টের উদ্বোধন করেন দৈনিক সিলেটের ডাক-এর সম্পাদকমন্ডলীর সভাপতি, মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা দানবীর ড. রাগীব আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর শওকত আমিন তাওহীদ, বিশিষ্ট সাংবাদিক আব্দুল মালিক জাকা, সিলেট জেলা জজকোর্টের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট শামসুল ইসলাম, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়াম চৌধুরী মাম্মী, সিলেট মহনগর আওয়ামী লীগ নেতা নজমুল ইসলাম এহিয়া, সিলেট সদর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ওলিউর রহমান, ক্রীড়া সংগঠক সাদেক আহমদ, আব্দুর রউফ পাপলু, আব্দুল কাইয়ুম শেখ, আবু ওবায়দা রাসেল, মুরাদ খান, আকতার সিদ্দিকী বাবলু, রেজাউল কিবরিয়া লিমন, ত্বোহা খান, অ্যাডভোকেট বুলবুল চৌধুরী, জাকির হোসেন তুহেল, আব্দুল খালিক জুয়েল, আবু তাহের, আব্দুল জলিল, ফরহাদ খান সুমন, স্বপন আহমদ, মাসুম আহমদ, রুবেল আহমদ, সাহেদ আহমদ, সায়েম আহমদ, মাছুম আহমদ, শামসুর রহমান হীরা, আশরাফ আহমদ শফি, আব্দুল্লাহ আপন, দিনার আহমদ, তানবীন হাসান সামী, নাহিয়ান চৌধুরী সাকির প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন ক্রীড়া সংগঠক গোলাম কিবরিয়া।