সিলেট জেলার মধ্যে সর্বোচ্চ ভ্যাট
পরিশোধকারী প্রতিষ্ঠানের পুরস্কার পেলো ফুলকলি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ ডিসেম্বর ২০২২, ৬:৫৭:৩৭ অপরাহ্ন
সিলেটে ফুলকলি ফুড প্রোডাক্টকে ২০২০-২১ অর্থবছরে সিলেট জেলায় উৎপাদন খাতে সর্বোচ্চ ভ্যাট পরিশোধকারী প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার প্রদান করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড সর্বোচ্চ ভ্যাট পরিশোধকারী প্রতিষ্ঠান হিসেবে তাদের নাম ঘোষণা করে।
গতকাল শনিবার নগরীর একটি অভিজাত হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে ফুলকলির কাছে এ পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার গ্রহণ করেন ফুলকলি গ্রুপ অব ইন্ডাস্ট্রি’র ব্যবস্থাপনা পরিচালক হাজী মো. শাহ আলম।
এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের শুল্ক নিরীক্ষা, আধুনিকায়ন ও আন্তর্জাতিক বাণিজ্য এবং কাস্টম এন্ড ভ্যাট প্রশাসনের গ্রেড-১ সদস্য ড. আব্দুল মান্নান শিকদার। বিশেষ অতিথি ছিলেন কর অঞ্চল সিলেটের কর কমিশনার মো. আবুল কালাম আজাদ, সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি তাহমিন আহমদ, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সভাপতি আফজাল রশীদ চৌধুরী এবং সিলেট উইমেন চেম্বার এন্ড কমার্সের সভাপতি স্বর্ণলতা রায়।
কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের কমিশনার মোহাম্মদ আকবর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে ফুলকলি সিলেট জোনের উপ-মহাব্যবস্থাপক মো. জসিম উদ্দিন খন্দকার উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি