বিএনপির ‘নৈরাজ্যের’ প্রতিবাদে সিলেটে আ’লীগের অবস্থান কর্মসূচি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ ডিসেম্বর ২০২২, ৭:০১:২০ অপরাহ্ন
‘দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্যের’ প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও সমাবেশ করেছে সিলেট আওয়ামী লীগ। সমাবেশে বক্তারা বলেন, “ঢাকায় বেআইনি সমাবেশকে কেন্দ্র করে বিএনপি সারাদেশে নাশকতা সৃষ্টির ষড়যন্ত্র করছে। তারা ইতোমধ্যে আইন-শৃঙ্খলা বাহিনীর উপর হামলা চালিয়ে এবং সরকারি সম্পত্তি ধ্বংস করে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। তাই এসব প্রতিরোধে আমরা মাঠে রয়েছি”।
সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ও সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে সিলেটের প্রবেশমুখ চন্ডিপুলে গতকাল শনিবার সকাল থেকেই সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা অবস্থান নেন। এসময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এরপর তারা বিএনপির ‘নৈরাজ্যের’ প্রতিবাদে সমাবেশ করেন। নেতৃবৃন্দ বলেন, “আমরা কোন নৈরাজ্যকে প্রশ্রয় দেবো না। যেকোন নৈরাজ্য প্রতিহত করতে আওয়ামীলীগ কর্মীরা মাঠে রয়েছে”।
অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মতিউর রহমান মতি, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, সহ-সভাপতি মাসুক উদ্দিন, রফিকুল ইসলাম, রাজ্জাক হোসেন, আজির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আলফাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নেছার আলী, তোয়াজিদুল হক তুহিন, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আলী আহমদ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক নজরুল ইসলাম, ধর্ম সম্পাদক ইসমাইল আলী বাচ্চু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুক আহমদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জালাল উদ্দিন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান, যুব ও ক্রীড়া সম্পাদক মিসবাহ উদ্দিন তালুকদার, সাংস্কৃতিক সম্পাদক অরুণ দেবনাথ সাগর, উপ-দপ্তর সম্পাদক মোঃ ইদরুল ইসলাম, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাবলু, সদস্য ফজলুল করিম হেলাল, সুমন আহমদ তালুকদার, নুরুজ্জামান, লিয়াকত আলী, আমিরুল ইসলাম ওয়েছ, আব্দুল আহাদ ইসলাম, আব্দুস সালাম সোহেল, নজরুল ইসলাম, সালেহ আহমদ শাহীন, মোল্লারগাও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুমিন হোসেন, সাধারণ সম্পাদক জবরুল ইসলাম জগলু, কুচাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেন, সিলাম ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক আব্দুল হাই আতিক, যুগ্ম আহবায়ক আবু সাইদ জুবেরী সাদ, জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়েছ আহমদ, কামালবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আবুল হোসেন, সিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ ওলিদুর রহমান, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আলিম উদ্দিন ফয়ছল, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের উপ-অর্থ সম্পাদক ওমর ফারুক ফরহাদ, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের সদস্য সুহেল আহমদ কর্ণেল, নিজাম আহমদ, বেলায়েত হোসেন, উপজেলা যুবলীগ নেতা বদরুল আলম তুহিন, মন্জুর আলী, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান সানী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি জাহেদুর রহমান নাজিম, শাহীন শাহ মো:নিজাম আহমদ, গোলাম মস্তফা পান্না, যুগ্ম সাধারন সম্পাদক সাঈদ আহমদ চৌ:, রাশেদুল ইসলাম রাসেল,উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আহমদ,নান্নু মিয়া,মাহফুজুর রহমান মামুন, রাহাদ আহমদ, আলমগীর হোসেন, শামীম আহমদ, জাকির হোসেন, উজ্জল তালুকদার, তেতলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফয়েজ আহমদ, সহ সভাপতি মতছির আলী, সাব্বির আহমদ, নজরুল ইসলাম, লালাবাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজিম আহমদ, সাধারণ সম্পাদক রুহেল আহমদ, মোল্লারগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের মাহিউল ইসলাম মাহি, কামাল বাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সামাদ আহমদ, যুগ্ম আহবায়ক তৈমুছ আলী, দাউদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক শাফি আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি