জগন্নাথপুর পৌরসভার গাছ কেটে নেয়ার অভিযোগ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ ডিসেম্বর ২০২২, ৫:০১:৫৩ অপরাহ্ন
জগন্নাথপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : জগন্নাথপুর পৌরসভার বটেরতল-হবিবপুর সড়ক থেকে একটি সরকারি বড় রেইন ট্রি কেটে নেয়ার অভিযোগে ভূমি কার্যালয়ের লোকজন গাছটি জব্দ করেছেন। গতকাল রোববার বিকেলে গাছ জব্দের ঘটনা ঘটে।
জগন্নাথপুর উপজেলা ভূমি কার্যালয় ও এলাকাবাসী সূত্র জানায়, যুক্তরাজ্য প্রবাসী জিতু মিয়ার বাড়ির সামনের সড়কের পাশের সরকারি বড় ১টি গাছ হবিবপুর গ্রামের সফিক মিয়া গতকাল রোববার কেটে ফেলেন। খবর পেয়ে উপজেলা ভূমি কার্যালয়ের লোকজন গাছের টুকরোগুলো জব্দ করে তাদের হেফাজতে নেন। হবিবপুর গ্রামের সফিক মিয়া বলেন, যুক্তরাজ্য প্রবাসী জিতু মিয়ার কথা মতো সড়কের পাশে থাকা গাছ প্রশাসনের অনুমতি নিয়ে কাটা হয়। পরে প্রশাসনের লোকজন এসে গাছটি জব্দ করেন।
জগন্নাথপুর উপজেলা সদর ভূমি কর্মকর্তা সুহেল আহমদ বলেন, কাটা গাছের টুকরোগুলো আপতত আমাদের হেফাজতে রাখা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যারের সাথে কথা বলে বিধি মোতাবেক নিলামে বিক্রি করা হবে বলে জানান তিনি।