বইমেলায় চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন
শিশুদের মনস্তাত্ত্বিক চিন্তাধারা বিকাশে কেমুসাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে -অধ্যক্ষ কালাম আজাদ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ ডিসেম্বর ২০২২, ৫:০৩:০২ অপরাহ্ন
ডাক ডেস্ক : ষোড়শ কেমুসাস বইমেলা ক্রমেই জমে উঠছে। বইমেলার দ্বিতীয় দিন গতকাল রোববার শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট শিক্ষাবিদ, কেমুসাসের সহসভাপতি অধ্যক্ষ কবি কালাম আজাদ চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, শিশুদের মনস্তাত্ত্বিক চিন্তাধারা বিকাশে কেমুসাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে শিশুরা তাদের পরিচ্ছন্ন মনের প্রতিফলন ঘটানোর সুযোগ পাচ্ছে। শিশুদের বিকাশের এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে সাহিত্য সংসদের প্রয়াস অব্যাহত থাকবে।
কেমুসাসের সহসভাপতি ও বইমেলা উপকমিটির আহবায়ক অধ্যাপক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর সভাপতিত্বে গতকাল রোববার বিকেল তিনটায় কেমুসাস প্রাঙ্গণে ‘বিশেষ’ ও ‘ক’ গ্রুপের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে নগরীর বিভিন্ন প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
ষোড়শ কেমুসাস বইমেলা বাস্তবায়ন উপকমিটির সদস্যসচিব মাহবুব মুহম্মদের সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শৈলীর অর্থ সম্পাদক খায়রুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাহিত্য সংসদের সহ পাঠাগার সম্পাদক ইছমত হানিফা চৌধুরী, কার্যকরী পরিষদ সদস্য সৈয়দ মোহাম্মদ তাহের, সিলেট বারের আইনজীবী এডভোকেট মো. আবু সালেহ চৌধুরী প্রমুখ।
শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ‘বিশেষ’ বিভাগে মাদিয়ান রশীদ চৌধুরী প্রথম, আফছিন আলম দ্বিতীয় ও সুবাইতা হক আরুশা তৃতীয় স্থান অধিকার করে এবং ‘ক’ বিভাগে রাজশ্রী দত্ত প্রথম, বিজয়ী তালুকদার রিচি দ্বিতীয় ও জুনাইনা জিকরা ওয়াজা তৃতীয় স্থান অধিকার করে।
ষোড়শ কেমুসাস বইমেলার কর্মসূচি অনুযায়ী ১২ ডিসেম্বর খ, গ ও ঘ গ্রুপের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং ১৩ ডিসেম্বর ক ও খ গ্রুপের হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিটি প্রতিযোগিতা বিকেল তিনটায় অনুষ্ঠিত হবে।