সম্বর্ধনা অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী
স্বাধীনতা বিরোধীদের সকল ষড়যন্ত্র মোকাবেলার আহবান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ ডিসেম্বর ২০২২, ৫:১৪:০১ অপরাহ্ন
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, দেশের মানুষের আস্থা ভরসার প্রতীক আওয়ামীলীগ। আওয়ামীলীগের মাধ্যমে দেশের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ উপকৃত হচ্ছে। বর্তমানে শেখ হাসিনার সরকারের উন্নয়নকে বাঁধাগ্রস্ত করতে একটি কুচক্রী মহল মাথাচাড়া দিয়ে উঠেছে। এরা দেশের বিরোধী, উন্নয়নের বিরোধী। মন্ত্রী দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী এসকল ষড়যন্ত্রকারীদের মোকাবেলা করতে আওয়ামীলীগের নেতাকর্মীদের আহবান জানিয়েছেন।
গতকাল রোববার সন্ধ্যায় শান্তিগঞ্জ উপজেলার চিকারকান্দি বাজারে পূর্ব পাগলা ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত শান্তিগঞ্জ আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের সংবর্ধনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে পূর্ব পাগলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিক খান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফয়জুল করিমের সঞ্চালনায় সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য মনিরুজ্জামান বারী সুজন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি হাজী তহুর আলী, আওয়ামীলীগ নেতা তেরাব আলী, সমুজ আলী, আসাদুর রহমান আসাদ ও সাবেক চেয়ারম্যান মনির উদ্দিন প্রমুখ।