লিডিং ইউনিভার্সিটিতে ক্যান্সার জেনেটিক্স বিষয়ক সেমিনার
ক্যান্সার একটি নীরব মহামারী যা কখনো শেষ হয়না ——- প্রফেসর ড. এম কামাল চৌধুরী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ ডিসেম্বর ২০২২, ৬:২৭:২১ অপরাহ্ন
ডাক ডেস্ক : ক্ল্যাফলিন ইউনিভার্সিটির প্রফেসর এবং বায়োটেকনোলজি বিশেষজ্ঞ ড. এম কামাল চৌধুরী বলেছেন, ক্যান্সার একটি নীরব মহামারী যা কখনো শেষ হয়না। সেজন্য আমাদেরকে এ ক্যান্সার কিভাবে প্রতিরোধ করা যায় তার ব্যবস্থা করতে হবে।
গতকাল রোববার সকাল ১০টায় লিডিং ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের গ্যালারী-১ এ ক্যান্সার জেনেটিক্স বিষয়ক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি একথা বলেন।
পাবলিক হেলথ বিভাগের বিভাগীয় প্রধান কেএমএ শফিক এর সভাপতিত্বে সেমিনারে ‘জেনেটিক বেসিস অব ক্যান্সার এন্ড আইন্ডিটিফিকেশন অব বায়োমার্কাস ফর আর্লি ডিটেকশন’ বিষয়ে ‘দ্রুত ডায়াগনোসিসের মাধ্যমে এ ব্যাধির সমাধান আসতে পারে, এ বিষয়ে খাদ্যাভ্যাস এবং লাইফ স্টাইল খুবই গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা সবাইকে নিজের স্বাস্থ্য বিষয়ে সচেতন হতে হবে উল্লেখ করে বলেন, উন্নত পরিবেশ বজায় রাখা এবং দুশ্চিন্তা থেকে বিরত থেকে জীবনযাপন করতে হবে। সেমিনারে উপস্থিত পাবলিক হেলথ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করতে হবে।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে ছিলেন লিডিং ইউনিভার্সিটির আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর সৈয়দা জেরিনা হোসেন।
পাবলিক হেলথ বিভাগের সহযোগী অধ্যাপক মিসেস হালিমা বেগমের সঞ্চালনায় সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন পাবলিক হেলথ বিভাগের প্রফেসর ডা. এম এ মজিদ মিয়া। আমন্ত্রিত হিসেবে ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভাগের শিক্ষকসহ লিডিং ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিভাগের শিক্ষক।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।