ফুলেল শ্রদ্ধা ও রুহের মাগফেরাত কামনায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০২২, ৬:২২:০১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : মহীয়সী নারী বেগম রাবেয়া খাতুন চৌধুরীর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার সকাল থেকেই শহরতলীর রাগীবনগরে বিভিন্ন শ্রেণি পেশার অসংখ্য মানুষ ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন। পরে কবরের পাশে দাঁড়িয়ে মোনাজাত করেছেন দলে দলে। শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি সেখানে অনুষ্ঠিত হয় একাধিক দোয়া মাহফিল। এতে মহীয়সী নারী বেগম রাবেয়া খাতুন চৌধুরীর রুহের মাগফেরাত কামনা এবং দানবীর ড. রাগীব আলীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
গতকাল সোমবার সকাল থেকে মহীয়সী এই নারীর কবরের পাশে দিনভর অবস্থান করেন তাঁর স্বামী দেশবরেণ্য সমাজসেবক, অসংখ্য স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি, গরিব দুঃখী মানুষের বন্ধু দানবীর ড. রাগীব আলী।
সকালে প্রথমে রাবেয়া খাতুন চৌধুরীর কবরে পুষ্পস্তবক অর্পণ করেন মানবকল্যাণে নিবেদিত প্রতিষ্ঠান রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের পক্ষে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলী। এসময় তাঁর সাথে ছিলেন সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা ও ট্রেজারার বনমালী ভৌমিক। পরে লিডিং ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের পক্ষ থেকে দানবীর ড. রাগীব আলীর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া, পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করেন লিডিং ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা, লিডিং ইউনিভার্সিটির ট্রেজারার বনমালী ভৌমিক, লিডিং ইউনিভার্সিটির পক্ষ থেকে আরো পুষ্পস্তবক অর্পণ করেন ইউনিভার্সিটির প্রক্টরিয়াল বডি, ব্যবসায় প্রশাসন বিভাগ, আধুনিক বিজ্ঞান অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, স্পোর্টস ক্লাব, ট্যুরিস্ট ক্লাব, ফটো গ্রাফিক সোসাইটি, কম্পিউটার ক্লাব, ডিভেটিং ক্লাব, বিএনসিসি, বিজনেস ক্লাব, রোবার স্কাউটস গ্রুপ, রোটার্যাক্ট ক্লাব, কালচারাল ক্লাব, এলামনাই ক্লাব, ইলেকট্রনিক্স ক্লাব, মিউজিক্যাল ক্লাব ব্যান্ড, সোস্যাল সার্ভিস ক্লাব, ত্রিপলি ও লিডিং ইউনিভার্সিটির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সিলেটের প্রথম বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের পক্ষে দানবীর ড. রাগীব আলীর নেতৃত্বে কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আবেদ হোসেন, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. একে এম দাউদ, হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. তারেক আজাদসহ শিক্ষকবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের যে সব বিভাগের পক্ষ থেকে মরহুমার কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয় তাদের মধ্যে রয়েছে-গাইনোকলোজি বিভাগ, প্যাথলজি বিভাগ, বায়োকেমেস্ট্রি বিভাগ, এনাটমি বিভাগ, মেডিসিন বিভাগ, ফার্মাকলজি বিভাগ, কমিউনিটি মেডিসিন বিভাগ, ফরেনসিক মেডিসিন বিভাগ, ফিজিওলজি বিভাগ, মাইক্রোবায়োলজি বিভাগ, সার্জারি বিভাগ ও জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের সন্ধানী ইউনিট এবং সিনিয়র স্টাফ নার্সদের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
দৈনিক সিলেটের ডাক-এর পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন পত্রিকাটির সম্পাদকমন্ডলীর সভাপতি দানবীর ড. রাগীব আলী, নির্বাহী সম্পাদক আবদুল হামিদ মানিক, ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ, প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের, বার্তা সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমরসহ সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
মরহুমার কবরে পুষ্পস্তবক অর্পণকারীদের মধ্যে আরো রয়েছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক ও বীর মুক্তিযোদ্ধা সোয়েব আহমদ, রাগীব-রাবেয়া স্পোর্টস একাডেমির পক্ষে সহকারী পরিচালক জমির উদ্দিন তালুকদার, রাজনগর চা বাগানের পক্ষে এজিএম মো. মহসিন, মালনীছড়া চা বাগানের পক্ষে ম্যানেজার মো. আজম আলী, হালদারপাড়া রাগীব-রাবেয়া বিদ্যানিকেতনের পক্ষে দিলীপ চক্রবর্তী, হাজী রাশিদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্বাস আলী ও অন্যান্য শিক্ষকবৃন্দ, শাহজালাল রাগীব-রাবেয়া প্রতিবন্ধী ইনস্টিটিউটের পরিচালক সত্যজিৎ ভট্টাচার্য ও শিক্ষার্থীবৃন্দ, মধুবন সুপার মার্কেট অফিসের পক্ষে ব্যবস্থাপক সাজ্জাদ উর রহমান শিমুল, দলই চা বাগানের পক্ষে ম্যানেজার আজগর আলী, আরএস মাল্টিভিশন বিজনেস ম্যানেজমেন্টের পক্ষে চিনু জুলফিকার, তরঙ্গ টিভির একতার হোসেন, রাবেয়া খাতুন চৌধুরী নার্সিং কলেজের পক্ষে উপাধ্যক্ষ আব্দুর রউফ, রাবেয়া খাতুন চৌধুরী জেনারেল হাসপাতালের পক্ষে ডা. মোয়াজ্জেম ইসলাম, রাগীব-রাবেয়া হাইস্কুল এন্ড কলেজ পানিউমদার পক্ষে ড. এনামুল হক, সিলেট এগ্র প্রসেসিং ইন্ডাস্ট্রি মালনীছড়া চা বাগানের পক্ষে টুকেরবাজার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শফিকুর রহমান, রাবেয়া বানু জেনারেল হাসপাতালের পক্ষে সুমন রায়, রাগীব-রাবেয়া স্মৃতি রক্ষা পরিষদের পক্ষে মোস্তফা কামাল, রাগীব-রাবেয়া প্রাথমিক বিদ্যালয়ের পক্ষে ফয়জুল ইসলাম, রাবেয়া খাতুন চৌধুরী স্মৃতি সংসদের পক্ষে আলতাফ হোসেন, মেসার্স হোমল্যান্ড এন্টারপ্রাইজ ব্রাহ্মণবাড়িয়ার পক্ষে আক্তারুজ্জামান, রাগীব-রাবেয়া ডিগ্রি কলেজ কামালবাজারের পক্ষে অধ্যক্ষ আব্দুল ওয়াহিদ সারোসহ শিক্ষকবৃন্দ, লামাকাজীস্থ রাগীব-রাবেয়া উচ্চবিদ্যালয় ও কলেজের পক্ষে অধ্যক্ষ কেএম সিফত আলী, দোয়ারাবাজারের বালিউরা রাগীব-রাবেয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান ও সাবেক চেয়ারম্যান সামছুল হক নমু পুষ্পস্তবক অর্পণ করেন ও মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন।