সিলেটে ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন
প্রযুক্তির ইতিবাচক সুবিধা সবার দোরগোড়ায় পৌঁছে দিতে হবে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০২২, ৬:৩৪:১১ অপরাহ্ন
ডাক ডেস্ক : সারা দেশের মতো সিলেটে নানা কর্মসূচির মধ্য দিয়ে ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসনের মিলনায়তনে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।
‘প্রগতিশীল প্রযুক্তি-অন্তর্ভুক্তিমূলক উন্নতি’ এই প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশ তথ্য প্রযুক্তির দিক দিয়ে বিশ্বে এখন অত্যন্ত দৃঢ় অবস্থানে রয়েছে। প্রযুক্তির ইতিবাচক সুবিধা সবার দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। এই সুবিধা থেকে যাতে কেউ বঞ্চিত না হয়, সেদিকে সবাইকে সচেষ্ট হতে হবে।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার বিন সালেহ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এএসএম কাশেম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তৌছিফ আহমদ ও সিনিয়র সাংবাদিক আল আজাদ প্রমুখ।
এছাড়া, বিভিন্ন স্থানে আয়োজিত সভায় বক্তারা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে তৃণমূল থেকে শুরু করে সকলকে সচেতন হয়ে অংশগ্রহণের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাবার আহ্বান জানান।
কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জ থেকে নিজস্ব সংবাদদাতা জানান, কোম্পানীগঞ্জে জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে একটি র্যালি বের করা হয়।
র্যালি শেষে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হরলাল সরকারের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আপ্তাব আলী কালা মিয়া, ইউপি চেয়ারম্যান হাজী মো. জিয়াদ আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদিউজ্জামান আহমদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জহিরুল হক, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, থানা সদর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস প্রমুখ।
এর আগে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠান প্রজেক্টরে দেখানো হয়।
মৌলভীবাজার : মৌলভীবাজার থেকে নিজস্ব সংবাদদাতা জানান, মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় মৌলভীবাজারে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল সোমবার দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি সহকারে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বঁঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, স্থানীয় সরকার উপ-পরিচালক মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদ আখতার, তানিয়া সুলতানা, আব্দুল হক ও সদর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা রহমান প্রমুখ।
বিশ্বম্ভরপুর : বিশ্বম্ভরপুর থেকে নিজস্ব সংবাদদাতা জানান, বিশ্বম্ভরপুরে ‘প্রগতিশীল প্রযুক্তি অন্তর্ভুক্তিমূলক উন্নতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৬ষ্ঠ ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. সাদিউর রহিম জাদিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিল্পী রাণী মোদকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমদ মানিক, সাধারণ সম্পাদক নুরুল আলম সিদ্দিকী।
শান্তিগঞ্জ : শান্তিগঞ্জ থেকে নিজস্ব সংবাদদাতা জানান, শান্তিগঞ্জে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার সকাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সকিনা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, উপজেলা কৃষি কর্মকর্তা সুহাইল আহমদ, উপজেলা প্রকৌশলী আল নূর তারেক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. তারিক জামিল অপু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার লিমা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীম চন্দ্র তালুকদার, উপজেলা খাদ্য গুদামের ওসি এলএসডি বিউটন চক্রবর্তী, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মো. জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মো. নুরুল হক প্রমুখ।
ছাতক : ছাতক থেকে নিজস্ব সংবাদদাতা জানান, ছাতকে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালী বের হয় ও শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরের জামান চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান।
ইউআরসি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিবের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ইসলাম উদ্দিন। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সীমা রানী বিশ্বাস, কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, ছাতক থানার ইন্সপেক্টর (তদন্ত) আরিফ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা চৌধুরী রাজীব মোস্তফা, নির্বাচন কর্মকর্তা ফয়জুর রহমান, ইউপি চেয়ারম্যান অদুদ আলম, প্রশাসনিক কর্মকর্তা জয়নাল আবেদীন, সিসিএফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দিন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্তী, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, উপজেলা সমবায় কর্মকর্তা মতিউর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস প্রমুখ।