বিজয়ের মাস
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০২২, ৬:৪০:১৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ১৯৭১ সালের ২৬ মার্চ থেকে ১৬ ডিসেম্বর প্রতিটি মুহূর্ত একেকটি মহাকাব্য। বাংলা মায়ের বীর ছেলেরা বুক পেতে দিয়ে মৃত্যুকে আলিঙ্গন করেছেন। অসীম সাহসে লড়াই করে পরাজিত করেছেন দখলদার পাকিস্তানি বর্বর সেনাবাহিনীকে। ১৬ ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) অবনত মস্তকে যৌথবাহিনীর কাছে আত্মসমর্পণ করে পাকিস্তান সেনারা। সেই মাহেন্দ্রক্ষণের মাত্র দু’দিন আগে ১৩ ডিসেম্বর পূর্ণ শক্তিতে জেগে ওঠে পুরো বাংলাদেশ।
মুক্তিবাহিনী ভারতীয় মিত্রবাহিনীকে সঙ্গে নিয়ে এগিয়ে আসতে থাকে রাজধানী ঢাকার দিকে। প্রতিদিন প্রতিক্ষণে বিজয়ের নতুন নতুন বার্তা আসে। বাঙালির দীর্ঘ মুক্তি সংগ্রাম আর ৯ মাসের স্বাধীনতা যুদ্ধ তখন বিজয়ের দ্বারপ্রান্তে। গেরিলা যোদ্ধারা একের পর এক আক্রমণ চালিয়ে পাকিস্তানিদের ভিত নাড়িয়ে দেন। পাকিস্তানি সেনারা তাদের পরিচালনাকারী বিদেশী বন্ধু আর এ দেশের রাজাকার, আলবদর, আলশামসরা তখন কেবল পরাজয়ের ক্ষণ গণনায় ব্যস্ত হয়ে পড়ে। তারপরও তাদের নির্লজ্জ ষড়যন্ত্র থেমে থাকেনি। অনিবার্য পরাজয়ের মুখেও তারা বাংলাদেশকে মেধাশূন্য করতে নতুন করে হত্যাযজ্ঞে মেতে ওঠে। এ ভূখন্ডের কৃতী শিক্ষক, সাংবাদিক, লেখকদের ধরে নিয়ে যায়। তাদেরকে হত্যা করে। আর সেই রক্তের স্রোত ধরে বিজয় আসে। আর পরাজিত হয় পাক সেনারা।