মেসির জন্য ডিফেন্স সাজাচ্ছে ক্রোয়েশিয়া
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০২২, ৬:৪০:৫৮ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক : মেসির মতো খেলোয়াড় যখন প্রতিপক্ষ দলে থাকে, তখন কোনো কোচই নিশ্চিন্ত থাকতে পারেন না। তার মতো চ্যাম্পিয়ন খেলোয়াড়ের জন্য আলাদা করে পরিকল্পনা করতে হয় প্রতিপক্ষ দলের কোচকে। ক্রোয়েশিয়ান কোচ জল্গাতকো দালিচও সেমিফাইনালে মেসিকে রুখে দিতে ছক করছেন। ক্রোয়াট কোচের মতে, মেসিকে ঠেকাতে হলে ডিফেন্স লাইনআপকে সুশৃঙ্খল হতে হবে।
কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে সেমিফাইনালে উন্নীত হয়েছে ক্রোয়েশিয়া। সেমিতে এখন তাদের প্রতিপক্ষ মেসির আর্জেন্টিনা। বিশ্বকাপের ফাইনালে পৌঁছাতে হলে লুকা মডরিচদের হারাতে হবে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট আর্জেন্টিনাকে। আর সে লক্ষ্য অর্জন করার জন্য ম্যাচে লিওকে অকার্যকর করে দিতে চান দালিচ। কোয়ার্টার ফাইনালে নেইমারকে ঠেকাতে কাজে লেগেছে কোচের পরিকল্পনা। সেমিতেও মেসির বিপক্ষে সেটির পুনরাবৃত্তি করতে চান ক্রোয়েশিয়ার কোচ।
‘মেসিতে আমরা সতর্ক আছি। তবে তাকে রুখতে আলাদা করে কাউকে নির্দিষ্ট করছি না। আমরা জানি, সে কত দ্রুতগতিতে খেলে। তাকে ঠেকাতে হলে আমাদের ডিফেন্ডারদের আরও সুশৃঙ্খল হতে হবে। আমরা ব্রাজিলের বিপক্ষে যে কৌশল নিয়েছিলাম, সেমিফাইনালে সেভাবে পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে ভয়ের কিছু থাকবে না।’
সেমিফাইনালের মতো ম্যাচে মাঠে নামার আগে প্রতিপক্ষকে নিয়ে চুলচেরা বিশ্নেষণ করে দলগুলো। শক্তি ও দুর্বলতার জায়গাগুলো খুঁজে বের করে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা থাকে। ক্রোয়েশিয়াও আর্জেন্টিনার ম্যাচের ভিডিও কাটাছেঁড়া করছে, ‘আর্জেন্টিনার খেলোয়াড়দের খেলার ধরন পুঙ্খানুপুঙ্খ বিশ্নেষণ করে মাঠে নামব আমরা। লিওনেল মেসি নিঃসন্দেহে দলটির সেরা খেলোয়াড়। দুর্দান্ত পারফরম্যান্স করে নিজের দলকে সব সময় এগিয়ে নেন তিনি। মেসি ছাড়াও আর্জেন্টিনার কাছে বেশ কিছু তরুণ খেলোয়াড় আছে, যাদের আমরা বিপজ্জনক মনে করি। নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়ে দিয়েছে তারা। এতেই বোঝা যায়, পেনাল্টি শুটআউটেও যথেষ্ট পারদর্শী মেসিরা। তাই সেমিফাইনাল জিততে হলে আমাদের নিজেদের সেরাটা দিয়ে খেলতে হবে।’