কেমুসাস বইমেলায় ২য় পর্বের চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন
অবারিত সুযোগ শিশুদের সম্ভাবনাময় করে তুলে —-এম.এ. করিম চৌধুরী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০২২, ৬:৪৪:৫৬ অপরাহ্ন
ডাক ডেস্ক : উপমহাদেশের ঐতিহ্যবাহী অন্যতম প্রাচীন সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ষোড়শ বইমেলা জমে উঠছে। প্রতিদিনই বাড়ছে পাঠক সমাগম। বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলমান বইমেলাকে কেন্দ্র করে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ নানা আয়োজনের উদ্যোগ নিয়েছে। বইমেলার তৃতীয় দিনে গতকাল ‘খ’, ‘গ’ ও ‘ঘ’ গ্রুপের চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এম.এ. করিম চৌধুরী বলেন, অবারিত সুযোগ শিশুদের সম্ভাবনাময় করে তুলে। পর্যাপ্ত সুযোগের অভাবেই অনেক প্রতিভা বিকশিত হতে পারে না। কেমুসাসের এমন আয়োজন যেমন নতুন নতুন সম্ভাবনাময় প্রতিভাকে বিকশিত করতে সহায়ক হবে, তেমনই তা ইতিহাস-ঐতিহ্যের স্মারক হিসেবে আলোচিত হবে। এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
কেমুসাসের সহসভাপতি ও বইমেলা উপকমিটির আহবায়ক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর সভাপতিত্বে গতকালের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সিলেট নগরীর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেমুসাসের কার্যকরী পরিষদ সদস্য, প্রবীণ সাংবাদিক আফতাব চৌধুরী, কোষাধ্যক্ষ আব্দুস সাদেক লিপন এডভোকেট, সাবেক সহসভাপতি ছয়ফুল করিম চৌধুরী হায়াত, সহপাঠাগার সম্পাদক ইছমত হানিফা। ষোড়শ কেমুসাস বইমেলা বাস্তবায়ন উপকমিটির সদস্যসচিব মাহবুব মুহম্মদের সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কেমুসাসের জীবন সদস্য কামাল আহমদ।
খ, ‘গ’ ও ‘ঘ’ গ্রুপের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় খ বিভাগে মাহিয়া তাবাস্সুম রিচি প্রথম, ফাতিন ইশরাক মাহির দ্বিতীয় ও সাদিয়া মনির মাইশা তৃতীয় স্থান অধিকার করে, গ বিভাগে আবিয়া নাজমী চৌধুরী প্রথম, সামিরা সাদেক লিয়া দ্বিতীয় ও শাহরিয়ার মাহবুব তৃতীয় স্থান অধিকার করে এবং ‘ঘ’ গ্রুপে রাইসা আমিন চৌধুরী প্রথম, তানমুন জান্নাত তামান্না দ্বিতীয় ও তারিন জান্নাত তানিয়া তৃতীয় স্থান অধিকার করে।
ষোড়শ কেমুসাস বইমেলার কর্মসূচি অনুযায়ী আজ ১৩ ডিসেম্বর ক, খ গ্রুপের হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ১৪ ডিসেম্বর ‘বিশেষ’ ও ‘ক’ গ্রুপের আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়া ওইদিন শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কবিতা পাঠ অনুষ্ঠিত হবে। প্রতিটি প্রতিযোগিতা বিকেল তিনটায় অনুষ্ঠিত হবে।