দক্ষিণ সুরমা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শামসুল ইসলামের মা আর নেই
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০২২, ৭:০০:২৫ অপরাহ্ন
সিলেট জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও দক্ষিণ সুরমা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শামসুল ইসলামের মাতা হাজী সমেতা বানু গতকাল সোমবার দুপুর পৌনে ১২টায় বার্ধক্যজনিত কারণে ওসমানী হাসপাতালের আইসিইউতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর। তিনি ৪ পুত্র, ২ কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। তার পুত্রদের মধ্যে জ্যেষ্ঠ পুত্র শায়েস্তা মিয়া একজন ব্যবসায়ী, ২য় পুত্র অধ্যক্ষ শামসুল ইসলাম দীর্ঘদিন দক্ষিণ সুরমা সরকারি কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি সিলেট জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক। ৩য় পুত্র মজনু মিয়া একজন ঠিকাদার। ৪র্থ পুত্র অকাল প্রয়াত ফখরুল ইসলামও একজন ঠিকাদার ছিলেন।
গতকাল সোমবার বাদ মাগরিব দরগাহে হযরত শাহজালাল (রহ.) মসজিদে জানাজা শেষে মাজার সংলগ্ন কবরস্থানে স্বামী হাজী আব্দুল গফুরের কবরের পাশে তাকে দাফন করা হয়।
জানাজা ও দাফনে আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, আওয়ামী লীগ নেতা এডভোকেট মফুর আলী, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ কে এম শমিউল আলম, বর্তমান সাধারণ সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, সিলেট জেলা কৃষক লীগের সভাপতি শাহ নিজাম উদ্দিনসহ বিশিষ্টজন ও বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।-বিজ্ঞপ্তি