দারিদ্রতাকে জয়ের স্বপ্ন ফাহমিদার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০২২, ৭:০২:৩৩ অপরাহ্ন
মৌলভীবাজার থেকে নিজস্ব সংবাদদাতা : নানা প্রতিকূলতার সাথে নিরন্তর সংগ্রাম করেও জীবনে বড় হওয়ার স্বপ্ন দেখছে হাকালুকি হাওর পারের শিক্ষার্থী ফাহমিদা আক্তার।
ফাহমিদা মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বঙ্গবন্ধু আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। বাবা পাখি মিয়া ওমান প্রবাসী ও মা সেলিনা বেগম গৃহিনী। ১ বোন ও ৩ ভাইয়ের মধ্যে ফাহমিদা সবার বড়। দক্ষিণ এশিয়ার বৃহত্তম হাকালুকি হাওরের দক্ষিণ পাশের ভুকশিমইল ইউনিয়নের বাদে ভুকশিমইল গ্রামের বাসিন্দা ফাহমিদা।
ভাল ফলাফলে দু’চোখ ভরা উচ্ছ্বাস থাকলেও উচ্চ শিক্ষার ব্যয় কিভাবে মিটবে সে দুশ্চিন্তাও প্রতিনিয়ত তাড়া করে ফিরছে ফাহমিদা ও তার পরিবারকে। তবে সব প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে সফল হওয়ার চেষ্টা ফাহমিদার। ভবিষ্যতে আরো ভালো ফলাফল করে দেশ গড়ার কাজে অংশীদার হতে চায় এ মেধাবী শিক্ষার্থী। কিন্তু আর্থিক সংকটে তার ওই স্বপ্ন কি পূরণ হবে?
শিক্ষক, বাবা-মা, আত্মীয়স্বজন, সহপাঠী আর শুভাকাঙ্খীদের সহমর্মিতা ও পরামর্শ তার সাফল্যের পেছনে প্রেরণার বাতিঘর হিসেবে ভূমিকা রেখেছে।
দারিদ্রতা, নানা প্রতিকূলতা ও প্রবল ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে ফাহমিদা তার এ সাফল্য অর্জন করেছে। সে লেখাপড়া করে ডাক্তার হয়ে হাকালুকি হাওর পারের অবহেলিত মানুষের জীবনমানের এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখতে চায়। ফাহমিদা তার স্বপ্ন বাস্তবায়নে বিত্তবানদের সহযোগিতা কামনা করছে।
এবিষয়ে বঙ্গবন্ধু আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাহিদুর রহমান জানান, ফাহমিদা লেখাপড়ায় অত্যন্ত আন্তরিক। শিক্ষকদের সহযোগিতা এবং নিজের প্রচেষ্টায় সে এ ফলাফল করেছে। আগামীতে সে কারো সহযোগিতা পেলে আরও এগিয়ে যেতে পারবে বলে আমি বিশ্বাস করি।