হাইকোর্ট আপিল বিভাগের রায়
রয়েল হোমস্ লিমিটেড এর আবাসন প্রকল্প বাস্তবায়নে আইনী বাধা নেই
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০২২, ৭:০৪:৪৩ অপরাহ্ন
ডাক ডেস্ক : সিলেটের রয়েল হোমস্ লিমিটেড এর ‘রয়েল সিটি’ নামক আবাসন প্রকল্পের বিরুদ্ধে দায়ের করা বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) দেওয়ানী আপিল শুনানী শেষে পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে দিয়েছেন সুপ্রীম কোর্টের আপিল বিভাগ। এর ফলে প্রকল্পটি বাস্তবায়নে আর কোন আইনী বাঁধা রইলো না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল নিস্পত্তি করে রোববার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় ঘোষণা করেন।
আদালতে বেলার পক্ষে শুনানী করেন অ্যাডভোকেট মিনহাজুল হক চৌধুরী এবং রয়েল হোমস্ লিমিটেড এর পক্ষে শুনানী করেন ড. মোঃ মাহবুব মোরশেদ।
আবাসন প্রকল্পের ক্ষেত্রে পরিবেশগণ ছাড়পত্রের শর্তসমূহ যথাযথভাবে প্রতিপালিত হচ্ছে কি না তা তদারকি করতে পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। একইসঙ্গে আদালত সংশ্লিষ্ট আবাসন প্রকল্প বাস্তবায়নকারী পক্ষগণকে পরিবেশগণ ছাড়পত্রের শর্তসমূহ কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়েছেন।
রয়েল হোমস্ লিমিটেড এর আইনজীবী ড. মোঃ মাহবুব মোরশেদ জানান, ২০০৯ সালে বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা) সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলাধীন কুড়ি, ভারেরা, মেদী ও লোহাজুরি নামক বিলের কিছু অংশ ভরাটের অভিযোগসহ বিলের জমিতে রয়েল হোমস্ লিমিটেড এর ‘রয়েল সিটি’ এবং দক্ষিণ সুরমা সিটি লিমিটেড এর ‘সোনারগাঁ আবাসিক এলাকা’ নামক আবাসন প্রকল্প বাস্তবায়নের অভিযোগে এবং পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ অনুমোদন ব্যতীত প্রকল্প বাস্তবায়নের বিরুদ্ধে জনস্বার্থে একটি রীট মামলা (৪৪০০/২০০৯) দায়ের করে। মামলার চূড়ান্ত শুনানী শেষে ২০১৪ সালের ১০ সেপ্টেম্বর হাইকোর্ট বিভাগ সংশ্লিষ্ট আবাসন কোম্পানীগুলোকে পরিবেশগণ ছাড়পত্র প্রাপ্তির জন্য পরিবেশ অধিদপ্তরের চাওয়া সকল তথ্য প্রদান ও শর্ত পূরণ করার নির্দেশ দিয়ে রায় প্রদান করেন। রায়ে আদালত আবাসিক কোম্পানীগুলো যাতে যথাযথ সরকারি অনুমোদন পায় সে বিষয়ে আইনগণভাবে ব্যবস্থা নিতে পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেন। একইসাথে যথাযথ অনুমোদন না পাওয়া পর্যন্ত কোম্পানীগুলোকে প্রকল্পের ভূমি উন্নয়নের কাজসহ প্লট হস্তান্তরের কাজ বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন।
পরে উক্ত রায়ের বিরুদ্ধে বেলা সিভিল আপিল (২৮৮/২০১৭) দায়ের করে। উক্ত আপিলের শুনানী শেষে ১১ ডিসেম্বর, ২০২২ইং তারিখে আপিল বিভাগ আবাসিক কোম্পানীগুলোকে পরিবেশগণ ছাড়পত্রের শর্তসমূহ যথাযথভাবে প্রতিপালিত হচ্ছে কি না তা তদারকি করতে পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেন। উল্লেখ যে, পরিবেশ অধিদপ্তর ২০১৯ সনের ১৭ অক্টোবর রয়েল সিটি আবাসিক প্রকল্পের ছাড়পত্র প্রদান করেছে যার মেয়াদ ২০২৩ সনের ১৬ অক্টোবর পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এর ফলে ছাড়পত্রে উল্লেখিত শর্তসমূহ মেনে রয়েল হোমস্ লিমিটেড আবাসন প্রকল্পটি আইনানুগভাবে বাস্তবায়িত করতে পারবে।