প্রধানমন্ত্রীর চিকিৎসা সহায়তার ২৪ লক্ষ টাকার চেক বিতরণ করলেন মিলাদ গাজী এমপি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০২২, ৭:০৮:১৪ অপরাহ্ন
নবীগঞ্জ-হবিগঞ্জ থেকে নিজস্ব সংবাদদাতা : হবিগঞ্জ ১ (বাহুবল -নবীগঞ্জ) আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনেওয়াজ (মিলাদ গাজী) এর প্রচেষ্টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল হতে প্রাপ্ত কিডনী, ক্যান্সার এবং জটিল ৫৭ রোগীদের মধ্যে ২৪ লক্ষ ত্রিশ হাজার টাকার চেক বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে সংসদ সদস্যের বাসভবন প্রাঙ্গণে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মুহিত চৌধুরীর সভাপতিত্বে ও ইউপি সদস্য আব্দুল মুকিতের সঞ্চলনায় অনুষ্ঠিত এ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব দেওয়ান শাহ নেওয়াজ গাজী মিলাদ এমপি।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহরিয়ার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলওয়ার, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাক্তার আব্দুস সামাদ প্রমুখ।
অনুষ্ঠানে বাহুবল ও নবীগঞ্জের ৫৭ জন ক্যান্সার, কিডনী ও জটিল রোগীর হাতে ২৪ লক্ষ ৩০ হাজার টাকার চেক তুলে দেন প্রধান অতিথি।